Health Tips: ঘনঘন চুমুক দিচ্ছেন গ্রিন টি-তে, জানেন কি অজান্তেই ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন নিজের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Health Tips: সুস্থ ও ফিট রাখতে গ্রিন টি সকাল-সন্ধ্যা অনেকেই পান করছেন৷ তবে খেলেই হল না, কোন সময়টায় গ্রিন টি খেলে শরীরের জন্য উপকারি, এবং খালি না ভরা পেটে খেতে হবে সেটা সবার আগে জানতে হবে৷
ঘুম থেকে উঠে চোখ খুলেই অনেকের দিনের শুরুটা হয় গ্রিন টি দিয়ে। শরীরের ওজন কমাতে হোক কিংবা স্বাস্থ্য সচেতনার জন্য, মশালা চা, আদা চা ছেড়ে সকলেরই মন এখন গ্রিন টি-তে। নিজেকে সুস্থ ও ফিট রাখতে গ্রিন টি সকাল-সন্ধ্যা অনেকেই পান করছেন৷ তবে খেলেই হল না, কোন সময়টায় গ্রিন টি খেলে শরীরের জন্য উপকারি, এবং খালি না ভরা পেটে খেতে হবে সেটা সবার আগে জানতে হবে৷
শরীরের জন্য ভীষণ কার্যকরী গ্রিন টি । ওজন কমানো থেকে রক্তে শর্করার নিয়ন্ত্রণ৷ এবং কোলেস্টেরল কমাতে ম্যাজিকের মতো কাজ করে গ্রিন টি। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি নিয়মিত খেলে ত্বক, চুল পুরোটাই ভাল থাকে। বিশেষজ্ঞদের মতে খালি পেটে গ্রিন টি পান করা শরীরের জন্য খুবই খারাপ। খালি পেটে গ্রিন টি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। কারণ গ্রিন টি-তে ট্যানিন থাকে যা পেটে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে খালি পেটে গ্রিন টি পান করলে পেটে ব্যথা হতে পারে।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, রক্তাল্পতার সমস্যায় যারা ভুগছেন তারা কখনওই গ্রিন টি খাবেন না। গ্রিন টি সর্বদা খাবারের পরে বা খাবার খাওয়ার সময় পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।খালি পেটে গ্রিন টি পান করলে এটির সঙ্গে অবশ্যই কিছু খেতে বলছেন বিশেষজ্ঞরা। খালি পেটে এই চা পান করলে আলসার এবং হাইপার অ্যাসিডিটির ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, দিনে তিন কাপের বেশি গ্রিন টি খাওয়া উচিত নয় । বেশিবার গ্রিন টি খেলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। এবং বেশি পরিমাণ গ্রিন টি শরীর থেকে প্রয়োজনীয় উপাদান বের করে দিতে পারে। তাই গ্রিন টি পান করার আগে এই নিয়মগুলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 8:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: ঘনঘন চুমুক দিচ্ছেন গ্রিন টি-তে, জানেন কি অজান্তেই ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন নিজের