সাবধান! অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন, মেকআপ করার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন
- Published by:Anulekha Kar
Last Updated:
মেকআপ করতে অনেকেই ভালবাসেন। কিন্তু অতিরিক্ত মেকআপের ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
মেকআপ করতে অনেকেই ভালবাসেন। কিন্তু অতিরিক্ত মেকআপের ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে ত্বক সুস্থ রাখতে কিছু বিষয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে।
চোখের যত্ন- চোখের মেকআপে আইশ্যাডো বা আই লাইনার ব্যবহার করা হয় যা অনেক ক্ষেত্রেই চোখের ক্ষতি করতে পারে। তাই চোখের যত্ন নিতে ভাল ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করতে হবে। এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ভাল আই ড্রপও ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
ঠোঁটের যত্ন- ঠোঁটের ত্বক ভাল রাখতে সস্তার লিপস্টিক ব্যবহার করা চলবে না। সস্তার লিপস্টিকে থাকা কেমিক্যাল ত্বকের ক্ষতি করতে পারে। তাই লিপস্টিক ব্যবহার করার আগে খেয়াল রাখতে হবে।
লাইট মেকআপ ব্যবহার করুন- ত্বক ভাল রাখতে লাইট মেকআপ ব্যবহার করতে পারেন। লাইট মেকআপ করলে ত্বকে কেমিক্যালের ব্যবহার কম হয় এবং এতে ত্বক ভাল থাকে।
advertisement
ন্যাচারাল মেকআপ রিমুভাল প্রয়োগ- মেকআপ তোলার জন্য নামী-দামি রিমুভাল ব্যবহার না করে প্রাকৃতিক রিমুভাল ব্যবহার করবেন। এতে ত্বক অত্যন্ত ভাল থাকবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 4:52 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সাবধান! অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন, মেকআপ করার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন