Hair Fall: হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা! এই পাতার গুণেই মিলবে ঘন, কালো চুল

Last Updated:

হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা! এই পাতার গুণেই মিলবে ঘন, কালো চুল

খারাপ জীবনধারা ও খাদ্যাভ্যাসের কারণে চুল ঝরে যায়। সব বয়সের মানুষরাই এই সমস্যায় ভোগেন। চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। চুল পড়া একজন মানুষের সৌন্দর্যকে প্রভাবিত করে। এর কারণে অনেক সময় স্কুল কলেজ, বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনদের সামনে সমস্যায় পড়তে হয়।
চুল ঝরে পড়ার সমস্যা রোধ করতে অত্যন্ত সাহায্য করে কারি পাতা। কারি পাতা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়।  এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু জানেন কি চুল পড়া রোধেও কারি পাতা ব্যবহার করা হয়। কারি পাতা সঠিকভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করা যায়।
advertisement
advertisement
হেল্থ লাইনের মতে চুল ভাল রাখতে কারি পাতার কোনও তুলনা হয় না। চুল ঘন ও মজবুত করতে কারি পাতার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন। এর জন্য লাগবে কারি পাতা, মেথি ও আমলা। এই তিনটিই মিক্সারে ভাল করে পিষে নিতে হবে। এরপর এই পেস্টটি প্রায় আধ ঘণ্টা চুলে লাগিয়ে রেখে দিতে হবে। এর পর চুল ধুয়ে ফেলুন। এতে চুল ঘন হওয়ার পাশাপাশি চুল পড়া কমবে।
advertisement
নারকেল তেলের সঙ্গে কারি পাতা লাগালেও চুল পড়া কমে। এই তেল তৈরি করতে একটি প্যানে নারকেল তেল নিতে হবে। এবার এটি গরম করে এতে কিছু কারি পাতা দিতে হবে। এর পর গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবার এটি ঠাণ্ডা করে ছেঁকে নিতে হবে।
এরপর একটি বোতলে ভরে নিয়ে এই তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে। এবং সারারাত  চুলে রেখে দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু দিয়ে মাথা ভালো করে ধুয়ে ফেলতে হবে। ভাল ফলাফলের জন্য সপ্তাহে অন্তত ২ বার এই তেল লাগান।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Fall: হেয়ার ফল কমানোর বিশেষ টোটকা! এই পাতার গুণেই মিলবে ঘন, কালো চুল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement