Cholesterol Control Tips: হার্ট, লিভার ভাল রাখে এই ঘরোয়া টোটকা! কোলেস্টরলেরও মহৌষধ, জেনে নিন

Last Updated:

হার্ট, লিভার ভাল রাখে এই ঘরোয়া টোটকা! কোলেস্টরলেরও মহৌষধ, জেনে নিন

সবুজ এলাচ কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ফাইবারের মতো পুষ্টিতে সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
সবুজ এলাচ, যাকে অনেকে ছোট এলাচ নামেও চেনেন,  এতে  রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে। আসুন, MedicalNewsToday অনুযায়ী, জানা যায়
হার্ট সুস্থ থাকে
advertisement
খাদ্যতালিকায় সবুজ এলাচ থাকলে হৃদরোগ দূর হয়। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর সবুজ এলাচ হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এর ব্যবহার হার্ট সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমায়।
advertisement
মুখমণ্ডলের সমস্যা দূর করে-
সবুজ এলাচ শুধু মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে । মুখের ইনফেকশন, ক্যাভিটি এবং ফোলা দূরে রাখতেও এটি  ভূমিকা পালন করে। মুখের স্বাস্থ্য ভাল রাখতে প্রতিদিন এলাচ চিবিয়ে খেতে পারেন।
advertisement
লিভার সুস্থ রাখে
সবুজ এলাচ লিভারকে সুস্থ রাখতেও সাহায্য করে। সবুজ এলাচের মধ্যে রয়েছে ডিটক্সিফাইং এজেন্ট যা টক্সিন দূর করে এবং লিভার সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়।
ক্যান্সার দূরে রাখে
advertisement
ক্যান্সার দূরে রাখতেও সবুজ এলাচের ভূমিকা অনেক ভাল। আসলে সবুজ এলাচ ক্যান্সার প্রতিরোধক গুণে পরিপূর্ণ। যা ক্যান্সার কোষ কমাতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে সবুজ এলাচ খেলে আপনি ক্যান্সারকে নিজের থেকে দূরে রাখতে পারেন।
কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
কোলেস্টেরল নিয়ন্ত্রণে সবুজ এলাচ ভূমিকা পালন করে। এর পাশাপাশি এটি উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণেও কাজ করে। এই দুটি সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির জন্য সবুজ এলাচ খাওয়া ভাল হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cholesterol Control Tips: হার্ট, লিভার ভাল রাখে এই ঘরোয়া টোটকা! কোলেস্টরলেরও মহৌষধ, জেনে নিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement