মনের মতো পরিপাটি ঘর সাজাতে চান! নতুন বছরে অবশ্যই মাথায় রাখুন এই ৬ টিপস

Last Updated:

কয়েকটা সহজ বিষয় মাথায় রাখলেই সবটা সুন্দর করে তোলা যায়। কী রকম, তা-ই দেখে নেওয়া যাক নতুন এই বছরে।

সকলেই চান নিজের মনের মতো একটি ঘর, পরিপাটি করে যা সাজানো। বিলাসে, বৈভবে পূর্ণ না হলেও আরামে আর উষ্ণতায় যেন ভরা থাকে, এমনই বাসনা থাকে অন্তরে।
কিন্তু মনের মতো করে ঘর সাজিয়ে ফেলা খুব সহজ নয়। অনেকে সাধ্যের অভাবে সাজাতে পারেন না। কেউ সাধ্য থাকলেও ছবির মতো সাজাতে গিয়ে ভেস্তে ফেলেন পরিকল্পনা। অথচ কয়েকটা সহজ বিষয় মাথায় রাখলেই সবটা সুন্দর করে তোলা যায়। কী রকম, তা-ই দেখে নেওয়া যাক নতুন এই বছরে।
১. আসবাব
ঘরের সব থেকে প্রয়োজনীয় জিনিস হল আসবাব। অথচ, এখানেই বেশির ভাগ মানুষ ভুল করেন। নিজের ঘরের মাপ অনুযায়ী আসবাবপত্র কিনলেই কোনও সমস্যা হওয়ার কথা নয়।
advertisement
advertisement
২. প্রয়োজনীয়তা
অহেতুক কোনও জিনিস কিনে ঘর বোঝাই করে ফেলা আদৌ কাজের কথা নয়। বিশেষত বর্তমান সময়ে সকলেই ছোট ঘরে থাকতে বাধ্য হন। তাই এমন আসবাব বা শৌখিন জিনিসই কেনা উচিত, যা সব সময় কাজে লাগে। আবার দেখতেও আকর্ষণীয়। আসবাবের ক্ষেত্রে যদি একসঙ্গে অনেক কাজ সমাধান হয়, এমন জিনিস কেনাই ভাল। আজকাল এই রকম আসবাবের কদর বেড়েছে খুব। শুধু তাই নয়, শৌখিন দেখতে সস্তার আসবাব কিনে ফেলে ঘর ভরালে কিছু দিন পর সমস্যা হতে পারে। আসবাব নষ্ট হলে ঘরের সৌন্দর্যও নষ্ট হয়।
advertisement
৩. আলো
সাজানো ঘরের ক্ষেত্রে আলো খুবই জরুরি। খুব দামি আলো যে লাগাতে হবে, এমন কোনও মানে নেই। বরং আসবাব ঘরে এমন ভাবে রাখতে হবে যাতে জানলা দিয়ে প্রাকৃতিক আলোই প্রচুর পরিমাণে আসতে পারে দিনের বেলায়। আবার রাতের জন্য ঘরের আলো এমন ভাবে লাগাতে হবে যাতে তা কোনও আসবাবে ঢেকে না থাকে। তাতে ঘর ছোট লাগবে। আলোর অভাবে ঘরে বিষণ্ণতাও ছেয়ে থাকে।
advertisement
৪. পরিচ্ছন্নতা
সাজিয়ে-গুজিয়ে রাখা ঘর সব সময় দেখতে ভাল লাগে। কিন্তু প্রতিদিনের ব্যবহারে খানিকটা অগোছালো তো হবেই। তাই এমন ব্যবস্থা করা দরকার, যাতে খুব সহজে ঘর গুছিয়ে ফেলা যায়। এর জন্য সব থেকে ভাল উপায় হল ঢাকা দেওয়া ক্যাবিনেট। এমনকী ইলেকট্রিক তারও যেন কোথাও বেরিয়ে না থাকে। তা যেমন বিপজ্জনক, তেমনই দৃষ্টিসুখের ব্যাঘাত ঘটায়। তাই ইলেকট্রিক, ব্রডব্যান্ড বা কেবল টিভির তার নির্দিষ্ট জায়গায় রেখে কোনও ভাবে ঢেকে দেওয়াই ভাল।
advertisement
৫. দেওয়ালের রঙ
সাধারণত বাড়ি তৈরি হলেই দেওয়াল রঙ করে ফেলার কথা ভাবি আমরা। তা নিয়ে নানা ধরনের শখ-শৌখিনতাও থাকে। কিন্তু এটা মস্ত বড় ভুল। প্রথমে আসবাব কেমন হবে, কোথায় রাখা হবে ঠিক করে নেওয়া দরকার। এমনকী পর্দার কাপড়ও আগে বাছাই করে নেওয়া ভাল। কারণ দেওয়াল রঙ হয়ে যাওয়ার পর মানানসই পর্দা খুঁজে পাওয়া মুশকিল হতে পারে। তাই সব পরিকল্পনা করে নিয়েই দেওয়াল রঙের কথা ভাবা উচিত।
advertisement
৬. সাজসজ্জা
ঘর সাজানোর টুকিটাকি উপকরণও আগে থেকে কিনে রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। বরং সমস্ত আসবাব গোছানো হয়ে গেলে একটু একটু করে শৌখিন জিনিস সাজিয়ে রাখা যেতে পারে। তাতে ঘর অনেক বেশি সুবিন্যস্ত লাগবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মনের মতো পরিপাটি ঘর সাজাতে চান! নতুন বছরে অবশ্যই মাথায় রাখুন এই ৬ টিপস
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement