ওয়াক্সিংয়ের সঙ্গে মদ্যপানের সম্পর্ক কী? শীতে রোম তুলে ফেলা উচিত? জানুন সঠিক উপায়

Last Updated:

কোনও পার্টিতে মদ্যপান করে থাকলে কয়েকদিন পরে ওয়াক্সিং করানো ভাল। কারণ মদ্যপানের পরেই ওয়াক্সিং করালে ত্বকে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

জাঁকিয়ে শীত না পড়লেও হাওয়ায় এসেছে হিমেল টান। তাই আলমারি থেকে নেমে পড়েছে ফুল প্যান্ট, ফুল হাতা জামারা। স্লিভলেস, নি লেংথ-দের আপাতত বিশ্রাম। আমরাও খানিক নিশ্চিন্ত, ত্বকের উপর গজিয়ে ওঠা অবাঞ্ছিত রোমেদের আর দেখা যাবে না। তাই ওয়াক্সিং-ও আপাতত করতে হবে না অন্তত দু’মাস!
বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অন্য কথা। এই শীত-শীত আবহাওয়াই ওয়াক্সিং করার আদর্শ সময়।
১. হেয়ার রিমুভাল ওয়াক্সিং শুধু যে অবাঞ্ছিত রোম দূর করে তা-ই নয়, শীতকালে ত্বকের উপর জমে থাকা শুষ্ক, মরা চামড়াও দূর করে দেয় একই সঙ্গে। তার ফলে ত্বক মসৃণ হয়ে যায়।
advertisement
২. তার উপর, এই সময় রোমহীন ত্বক থাকার আরও একটি সুবিধা রয়েছে। ত্বকের উপর ময়েশ্চারাইজার প্রয়োগ করলে তা আরও দ্রুত এবং কার্যকর ভাবে ত্বকে শোষিত হতে পারে।
advertisement
ওয়াক্সিংয়ের আগে মনে রাখতে হবে কিছু কথা—
অনুষ্ঠানের দিন ওয়াক্সিং নয়:
শীতকালে ত্বকে সংবেদনশীলতা খানিকটা বৃদ্ধি পেতে পারে। বিশেষত যাঁদের এমনিতেই সংবেদনশীল ত্বক, তাঁরা এই সময় যথাযথ প্রস্তুতি নিয়েই ওয়াক্সিং করাবেন। এমনিতেও শীতকাল মানেই উৎসবের মরশুম। তা সে বিয়েবাড়িই হোক বা ক্রিসমাস, বর্ষবরণের পার্টিই হোক। কোনও বিশেষ অনুষ্ঠান থাকলে দু’একদিন আগেই ওয়াক্সিং করানো ভাল। তাতে ত্বকের লাল ভাব বা অন্য সমস্যা খানিকটা আয়ত্তে আসবে।
advertisement
মদ্যপান করে ওয়াক্সিং নয়:
কোনও পার্টিতে মদ্যপান করে থাকলে কয়েকদিন পরে ওয়াক্সিং করানো ভাল। কারণ মদ্যপানের পরেই ওয়াক্সিং করালে ত্বকে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আসলে অ্যালকোহল গ্রহণের পরবর্তী কয়েক ঘণ্টায় ত্বক আরও বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। তাই একটু দেরি করাই ভাল।
advertisement
শরীরচর্চা করেই ওয়াক্সিং নয়:
একই ভাবে যে কোনও ধরনের ব্যায়ামের পরে ওয়াক্সিং করা উচিত নয়। কারণ ঘাম হলে ওয়াক্সিং ঠিক মতো হবে না। ত্বকের নিজে রোম গজানোর আশঙ্কা থাকে। ত্বকে জ্বালাভাবও হয়।
advertisement
নিয়মিত ওয়াক্সিং করলে সমস্যা কম হতে পারে:
নিয়মিত ওয়াক্সিং করলে যে কোনও সমস্যা কম হয়। আসলে একাধিক বার ওয়াক্সিং করার ফলে, রোমের ফলিকলগুলি বেরিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ আলগা হয়ে যায়। এর ফলে রোম উৎপাটন করে ফেলা সহজ হয়।
ওয়াক্সিংয়ের আগে শেভিং নয়:
মনে রাখতে হবে ওয়াক্সিং করানোর আগে কোনও ভাবেই রোম শেভ করা বা উপড়ে ফেলা উচিত নয়। কারণ রোম খুব ছোট হলে তা উৎপাটন করা কঠিন। ওয়াক্সিংয়ের জন্য ৪ থেকে ৬ মিলিমিটার দৈর্ঘ্য আদর্শ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ওয়াক্সিংয়ের সঙ্গে মদ্যপানের সম্পর্ক কী? শীতে রোম তুলে ফেলা উচিত? জানুন সঠিক উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement