Condom Side Effects: বাড়িতে রয়েছে এক্সপায়ারি ডেট পেরোনো কন্ডোম? কী করবেন তখন? জানুন কন্ডোমের সাইড এফেক্ট

Last Updated:

Condom Side Effects: কন্ডোম ব্যবহার করলেই সুরক্ষিত যৌনতা নয়! কন্ডোমেরও নানা সাইড এফেক্ট আছে? জানেন কী আপনি? কী করতে হবে জেনে নিন

photo source collected
photo source collected
#নয়া দিল্লি:  সুরক্ষিত যৌনতা বা সেফ সেক্সের কথা মাথায় রেখেই যৌন মিলনে লিপ্ত হওয়া উচিত। আর এ বিষয়ে সব থেকে বড় ভরসা হল কন্ডোম। কিন্তু সব সময় কন্ডোমের ওপর ভরসা করাও কিন্তু ঠিক নয়! অনেক সময় এই কন্ডোম থেকেই ঘটে যেতে পারে বিপদ! কেন বলা হচ্ছে এ কথা? অবাক হচ্ছেন তো? আসলে আমরা অনেকেই কন্ডোম ব্যবহারের সময় বিশেষ এক বিষয় লক্ষ্য করি না। আর সেই বিশেষ বিষয়টিই ঘটিয়ে ফেলতে পারে মারাত্মক বিপদ!
বিষয় হল, যে কোনও ওষুধের রয়েছে এক্সপায়ারি ডেট। সেভাবে দেখতে গেলে কন্ডোমেরও রয়েছে। এবার অনেকে সেই দিকটা দেখতে ভুলে যান। বলা চলে কেউ দেখেন না! কারণ বেশিরভাগ মানুষই জানেন যা এই জিনিসটারও একটা মেয়াদ রয়েছে। সেই মেয়াদ পেরিয়ে যাওয়া সম্ভব। আর তা থেকেই ঘটতে পারে মহা বিপদ।
অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের গাইনিকোলজিস্ট ডা: নেরিস বেনফিল্ড বলেন, এক্ষেত্রে একটা সময়ের পর কন্ডোমের বিভিন্ন উপাদান খারাপ হতে থাকে। এক্ষেত্রে ল্যাটেক্স থেকে শুরু করে পলিউরেথান, ল্যাম্বস্কিনের মান খারাপ হয়ে যায়। এবার এর মান খারাপ হলে সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে কন্ডোমের ফ্লেক্সিবিলিটি কমে। এই কারণে তা খুব সহজে ছিঁড়ে যেতে পারে। ফলে এক্সপায়ারড কন্ডোম ব্যবহার করলে মানুষের STD বা অনিচ্ছাকৃত গর্ভধারণের ঘটনা ঘটে যেতে পারে। তাই ব্যবহার করার আগে ডেট অবশ্যই দেখে নিতে হবে। বেশিরভাগ ল্যাটেক্স ও পলিউরেথান কন্ডোমের তৈরির দিন থেকে ৫ বছর পর্যন্ত থাকে মেয়াদ। অপরদিকে পলিসোপরিন কন্ডোমের মেয়াদ থাকে কিছুটা কম। তাই ভালো করে ডেট দেখে নিন।
advertisement
advertisement
এবার প্রশ্ন হল বাড়িতে যদি ডেট পেরিয়ে যাওয়া কন্ডোম থাকে তখন কী করবেন? অন্য নতুন কন্ডোম না থাকে? সেক্ষেত্রে কোনও উপায় না থাকলে ওই কন্ডোমই ব্যবহার করুন। কিন্তু খেয়াল রাখবেন যাতে ফেটে না যায়! তবে এই কাজ উপায় না থাকলে মাত্র একবারই করুন। এর পরেই বদলে নিন কন্ডোম। মনে রাখবেন সুরক্ষিত যৌনতার জন্য কন্ডোম যেন এক্সপায়ারি ডেট পেরিয়ে না যায়!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Condom Side Effects: বাড়িতে রয়েছে এক্সপায়ারি ডেট পেরোনো কন্ডোম? কী করবেন তখন? জানুন কন্ডোমের সাইড এফেক্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement