Viral Video | Janhvi Kapoor: রাতে চুরি করে খাবার খাচ্ছিলেন জাহ্নবী কাপুর! ধরা পড়তেই 'ফিগার' দেখানো শুরু! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video | Janhvi Kapoor: শেষে কিনা খাবার চোর জাহ্নবী কাপুর! ধরা পড়লেন হাতে-নাতে! তারপর যা করলেন তিনি, দেখে তাজ্জব সকলে! ভাইরাল ভিডিও

viral video
viral video
#মুম্বই:  জাহ্নবী কাপুর! বলিউডের এই নায়িকাকে কে না চেনেন! শ্রীদেবী কন্যা জাহ্নবী কিন্তু বি-টাউনে পা রেখেই নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন। প্রথম ছবি থেকেই নজর কেড়েছেন তিনি। জাহ্নবীর অভিনয়ের মধ্যে একটা সরলতা আছে। যা সকলের খুব পছন্দের! জাহ্নবী সোশ্যাল মাধ্যমেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা মজার ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে।
তবে শুধু অভিনয় নয়, জাহ্নবী ভালোবাসেন বেড়াতে যেতেও। বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যেই নানা জায়গায় বেড়াতে যেতে দেখা যায় তাঁকে। সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান তাঁর প্রিয় বন্ধু। সারার সঙ্গেও নানা জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় জাহ্নবীকে। সারার জনপ্রিয়তাও বি-টাউনে তুঙ্গে! এরাই এখন বলিউডের তরুণ প্রজন্ম! তবে জাহ্নবী কিন্তু নিজের শরীর সম্পর্কেও সচেতন। নিয়মিত জিম করতে দেখা যায় তাঁকে। ডায়েট মেনেই খাওয়া-দাওয়া করেন। তবে মাঝে মধ্যে লোভে পড়লে উল্টোটাও হয়ে যেতে পারে! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন!
advertisement
advertisement
advertisement
জাহ্নবী মাঝ রাতে খাবার চুরি করে খেতে গিয়েছিলেন। আর এই খাবার চুরি করতে গিয়েই বে-কায়দায় পড়ে যান তিনি! ভেবেছিলেন এত রাতে কেউ তাঁকে দেখবে না লুকিয়ে খাবার খেতে! কিন্তু মুশকিল হয়ে গেল সেখানেই। রাতেই জল খেতে উঠেছিলেন জাহ্নবীর এক বান্ধবী। সে দেখে ফেলে জাহ্নবীকে। বলে বসে, 'তুমি কি করছ এত রাতে? বলো না ওয়াক করছো? চুরি করে খাচ্ছো?' এই প্রশ্ন শুনেই বিপদে পড়ে যান জাহ্নবী। ম্যানেজ করার জন্য মজা করতে শুরু করেন। জাহ্নবী বলেন, হ্যাঁ নাইট ওয়াক করছি। আমি জানি সকলে আমার ফিগার দেখতে পছন্দ করে! আর তাই ফিগার মেনটেইন করছি!" রাতে খাবার চুরি করে ফিগার মেনটেইন? অবাক হন সকলেই। তবে এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়। জাহ্নবী মাঝে মধ্যেই এমন সব মজার ভিডিও পোস্ট করেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Janhvi Kapoor: রাতে চুরি করে খাবার খাচ্ছিলেন জাহ্নবী কাপুর! ধরা পড়তেই 'ফিগার' দেখানো শুরু! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement