Knee Replacement: হাঁটু প্রতিস্থাপনে নির্ভুল অস্ত্রোপচার করবে রোবোট! জেনে নিন ঠিক কেমন হতে পারে চিকিৎসা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Knee Replacement using Robotics: বর্তমানে হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আনতে চলেছে এই পদ্ধতি। বিশেষত টিকেএ বা টোটাল নি আর্থ্রোপ্লাস্টি-র ক্ষেত্রে, এমনটাই জানালেন চিকিৎসক সমর্থ আর্য।
বেঙ্গালুরু: রোবোট শব্দটি এসেছে পোলিশ শব্দ ‘রোবোটা’ থেকে। এর অর্থই হল বাধ্যতামূলক শ্রম। অর্থাৎ এমন যন্ত্র যা একাধিক কাজ স্বয়ংক্রিয় ভাবে বা ন্যূনতম বাহ্যিক বল প্রয়োগে করে ফেলতে পারে। সেই সঙ্গে এটির কার্যপ্রণালী আগে থেকে স্থিরও করা যায়। এই রোবোটিক্স বা রোবোটের কার্যকলাপকে কাজে লাগিয়ে চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক উন্নতি করা সম্ভব হয়েছে। বর্তমানে হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আনতে চলেছে এই পদ্ধতি। বিশেষত টিকেএ বা টোটাল নি আর্থ্রোপ্লাস্টি-র ক্ষেত্রে, এমনটাই জানালেন চিকিৎসক সমর্থ আর্য।
হাঁটু প্রতিস্থাপন পদ্ধতি দু’রকমের হয়ে থাকে। ইউকেএ বা ইউনি কম্পার্টমেন্টাল নি আর্থ্রোপ্লাস্টি। এই পদ্ধতি সিঙ্গল-কম্পার্টমেন্ট অস্টিওআর্থারাইটিস-এ আক্রান্ত রোগীদের জন্য উপযুক্ত।
advertisement
ইউনি-কম্পার্টমেন্টাল নি আর্থ্রোপ্লাস্টি (ইউকেএ) এবং টোটাল নি আর্থ্রোপ্লাস্টি (টিকেএ)— উভয় ক্ষেত্রেই হাড়ের প্রস্তুতি এবং কম্পোনেন্ট অ্যালাইনমেন্টের সূক্ষ্মতা রয়েছে, আউটলায়ার কমানো এবং লক্ষ্যমাত্রার ২ বা ৩ ডিগ্রির এর মধ্যে সারিবদ্ধ উপাদানের শতাংশ বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
advertisement

করোনাল সমতলে ৩°-এর বেশি ভারাস বা ভালগাস ম্যালাইনমেন্টের ফলে প্রোস্থেসিসের মাধ্যমে লোডের অসম বণ্টন ঘটে যাতে পূর্ববর্তী রেডিওগ্রাফিক লাইসিস এবং পরবর্তীকালে অ্যাসেপটিক ঢিলে হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। রোবোটিক সিস্টেমগুলি তাই ইমপ্লান্ট সাইজিং, কম্পোনেন্ট পজিশনিং এবং হাড়ের প্রস্তুতিতে নির্ভুলতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল যাতে, ঝুঁকি আরও কমানো যায়। আশা করা যায় ক্লিনিকাল ফলাফলে আরও উন্নতি হবে, এবং দীর্ঘমেয়াদী জীবনেও উন্নতি হবে।
advertisement
রোবোটিক ডিজাইন:
১. সক্রিয়— শল্যচিকিৎসক নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন ভাবে কাজ করে।
২. পরোক্ষ— সরাসরি এবং নিরবচ্ছিন্ন ভাবে শল্যচিকিৎসকের নিয়ন্ত্রণে থেকে কাজ করে।
৩. আধা সক্রিয়— শল্যচিকিৎসকের সম্পৃক্ততা প্রয়োজন কিন্তু নিজস্ব প্রতিক্রিয়া প্রদান করতে পারে।
সুবিধা:
১. যথার্থতা
২. ন্যূনতম ট্রমা
৩. উচ্চ নিরাপত্তা
৪. বর্ধিত ধারাবাহিকতা এবং পূর্বের নির্ভুলতা
advertisement
৫. দ্রুত পুনরুদ্ধার এবং সংক্ষিপ্ত পুনর্বাসন
৬. নমনীয়তা
৭. আত্মবিশ্বাস
৮. শল্যচিকিৎসক নিয়ন্ত্রিত তবুও শল্যচিকিৎসক নির্ভর নয়
৯. উন্নত যান্ত্রিকতা
১০. ক্লিনিক্যালি পরীক্ষিত
সীমাবদ্ধতা:
১. দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যায়নি।
২. খরচের তুলনায় কার্যকারিতা সংক্রান্ত উদ্বেগ রয়ে গিয়েছে।
কিন্তু এত কিছুর পরেই এ কথা বলতেই হয় নতুন কৌশল গ্রহণ করতে ব্যর্থ হওয়ার অর্থ রোগীদের অর্থপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি অস্বীকার করা। ফলে চিকিৎসা বিজ্ঞানে স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার যে ক্রমাগত বাড়তে তা বোঝাই যায়।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 1:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Knee Replacement: হাঁটু প্রতিস্থাপনে নির্ভুল অস্ত্রোপচার করবে রোবোট! জেনে নিন ঠিক কেমন হতে পারে চিকিৎসা