Jhargram Tourism: শাল জঙ্গলের মাঝে জলরাশিতে পরিযায়ী পাখির ঢল, ঝাড়গ্রামে গেলে এখানে যেতে মিস করবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Jhargram Tourism: ঝাড়গ্রাম শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের কাছেই রয়েছে সবুজ শাল জঙ্গলের পাশে একটি সুবিশাল জলরাশি। শীতের সময় ভিড় জমে পরিযায়ী পাখিদের।
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম : এই শীতের মরশুমে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়ানোর পরিকল্পনা রয়েছে। তাহলে হাতে একটু সময় নিয়ে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক বেড়ানোর পাশাপাশি এক ফাঁকে ঘুরে আসতে পারেন প্রাচীন সুবিশাল রাজবাঁধ থেকে। ছোট্ট সবুজ শাল জঙ্গলের পাশেই বিশাল জলরাশির মনোরম পরিবেশ উপভোগ করার সুযোগ রয়েছে পর্যটকদের জন্য।
এই শীতের সময় বাড়তি পাওনা হিসেবে রয়েছে পরিযায়ী পাখিদের দেখার সুযোগ। প্রতিবছর শীতের সময় বহু পরিযায়ী পাখির ঢল নামে রাজবাঁধে। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের কেচন্দা এলাকায় রয়েছে এই রাজবাঁধ। পর্যটকদের কাছে এখনও সেই ভাবে পরিচিত হয়ে ওঠেনি এই ডেস্টিনেশনটি। যে সকল পর্যটকরা জানে তারা ঝাড়গ্রাম বেড়ানোর পাশাপাশি বিকেল বেলায় এক ফাঁকে ঘুরে আসে রাজবাঁধ থেকে।
advertisement
আরও পড়ুন : রুম হিটার লাগবেই না! শীতের কনকনে রাতে নামমাত্র খরচে ঘর রাখুন গনগনে গরম
স্থানীয় মানুষজনের দীর্ঘদিনের দাবি এই মনোরম পরিবেশটিকে ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রের সঙ্গে যুক্ত করার। পর্যটকদের জন্য রাজবাঁধের পাড়ে বসার জায়গা থেকে শুরু করে পিকনিক করার জন্য পিকনিকের সেট তৈরি করে দিলে পর্যটকদের ঢল নামবে রাজবাঁধে। স্থানীয় গ্রামবাসী পরিতোষ মাহাতো বলেন, “প্রতি বছর শীতের সময় বহু মানুষ এখানে বেড়াতে আসে। প্রচুর পরিযায়ী পাখি দেখা যায় এখানে। ঝাড়গ্রাম শহরের যে সমস্ত মানুষজন এই জায়গাটিকে চেনে তারা মাঝেমধ্যেই বিকেলে বেড়ানোর জন্য আসে। প্রশাসনের পক্ষ থেকে জায়গাটিকে সাজিয়ে তোলা হলে প্রচুর পর্যটক বেড়ানোর জন্য আসবে এবং আমাদের একটা রোজগারের পথও ভুলে যাবে”।
advertisement
advertisement
ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রের সঙ্গে রাজবাঁধ যুক্ত করা হলে পর্যটকদের কাছে যেমন নতুন একটি দেখার জায়গা তৈরি হবে ঠিক তেমনই রোজগারের একটি নতুন পথ খুলে যাবে স্থানীয় গ্রামবাসীদের।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2024 8:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jhargram Tourism: শাল জঙ্গলের মাঝে জলরাশিতে পরিযায়ী পাখির ঢল, ঝাড়গ্রামে গেলে এখানে যেতে মিস করবেন না