Valentines Day 2020 : প্রেমের সম্পর্ক নিগ্রহের হয়ে দাঁড়াচ্ছে না তো ? বুঝুন এখুনি
- Published by:Piya Banerjee
- redwomb
Last Updated:
টিনেজাররা না বুঝেই শিকার হয় এই মানসিক নিগ্রহের বা যৌন নিগ্রহের। কারণ তারা নিজেদের সমস্যা নিয়ে বাবা মায়ের সঙ্গে খোলাখোলি কথা বলতে পারে না।
#কলকাতা: শালিনী (নাম পরিবর্তীত) স্কুল থেকে হেঁটে বাড়ি ফেরে। ফেরার পথে রোজ একটি ছেলে তাকে ফলো করে। ছেলেটি তারই প্রতিবেশি। তবে শুধু স্কুলের পথেই নয়। টিউশন যাওয়ার সময়ও একইভাবে শালিনীকে ফলো করে। এই ছেলেটিকে শালিনীর বন্ধুরাও চিনে গেছে। তারা শালিনীকে টিস করতে শুরু করেছে ছেলেটিকে নিয়ে। ছেলেটিকে শালিনীর বয়ফ্রেন্ড বলে ভাবতেও শুরু করে। কিন্তু ছেলেটি শালিনীকে শুধু ফলোই করে। একদিন ছেলেটি মেয়েটিকে একটি আই লাভ ইউ লেখা কার্ড দেয়। কার্ডটা পেয়ে শালিনীর মনে হয় সে চাঁদে আছে। ছেলেটির এই প্রেম নিবেদন দেখে শালিনীর হৃদয় গলে যায়। এর থেকে বেশি একজন টিনেজারের মন আর কি বা চাইতে পারে !
শালিনী ছেলেটির প্রেমে সাড়া দেওয়ার পর আস্তে আস্তে শুরু হয় আসল গণ্ডগোল। ছেলেটি শালিনীকে সব জায়গায় ফলো করতে শুরু করে। শালিনী যদি তার স্কুলের ছেলে বন্ধুদের সঙ্গে কথা বলে তাহলেও সে ঝামেলা শুরু করে। শালিনীর ফোন ঘেটে দেখে অন্য কোনও ছেলে তাকে ফোন বা এসএমএস করেছে কিনা ! সব সময় শালিনীকে আতঙ্কে রাখতে শুরু করে ছেলেটি। শালিনীর বন্ধুরা বলতে থাকে, তুই কত লাকি। তোকে ও এত ভালবাসে। কিন্তু শালিনীই জানে সে কিসে আটকে পড়ছে। রাতে ঘুমের মধ্যে ভয় পেয়ে জেগে যাচ্ছে সে। ঘুম আসতে চাইছে না। সারাক্ষণ একটা আতঙ্ক তাকে ঘিরে থাকছে। এটা ভালবাসা নয়। এই রকম অবস্থা হলে তা কখনই ভালবাসা হতে পারে না। এরকম যদি কারও সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু সতর্ক হওয়া দরকার।
advertisement
এই সময় হরমনের পরিবর্তনের জন্য টিনেজারদের শরীর ও মনের নানা রকম পরিবর্তন হয়। এই সময় টিনেজাররা সব সময় সঠিক যৌনতা ও রিলেশনশিপের ধাঁধায় জর্জরিত হয়ে পড়ে। কিন্তু তারা কিছু বুঝে উঠতে পারে না। ভালাবাসায় অধিকার বোধ বেড়ে গেলে মানুষকে পণ্য মনে হয়। টিনেজাররা না বুঝেই শিকার হয় এই মানসিক নিগ্রহের বা যৌন নিগ্রহের। কারণ তারা নিজেদের সমস্যা নিয়ে বাবা মায়ের সঙ্গে খোলাখোলি কথা বলতে পারে না।
advertisement
advertisement
কি করে বুঝবে টিনেজাররা যে তারা নিগ্রহের শিকার হচ্ছে ? মানসিক বা শারীরিক নিগ্রহ বোঝার জন্য কতগুলো ব্যবহারকে চিনতে হয়। কোনও সম্পর্কেই কারও যেন মনে না হয় তার মতের কোনও দাম নেই। তাকে পাত্তা দেওয়া হচ্ছে না, বা জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। এমন হলে আগেই সতর্ক হন। কারণ যারা নিগ্রহ করতে চায় তারা সম্পর্কের ওপর জোর দেখাতে চায়। আর শারীরিক নিগ্রহ মানেই চড়, থাপ্পড়, শরীরে নিগ্রহের দাগ।
advertisement
হুমকি : অনেক রকম ভাবে হুমকি আসতে পারে সম্পর্কে। পার্টনার আপনাকে নানা রকমভাবে ফলো করে, গতিবিধির ওপর নজর রেখে আপানর ওপর মানসিক চাপ তৈরি করে? এবং আপনাকে কোনও কিছু করা নিয়ে হুমকি দেন , তাহলে এখনি সতর্ক হন।
সুস্পষ্ট হুমকি: এই বিষয়ের মধ্যে আসতে পারে অ্যাসিড অ্যাটাক বা কেউ কাউকে ছেড়ে গেলে সুইসাইড করার মতো ঘটনা।
advertisement
ভয় দেখানো: একবার শারীরিক সম্পর্ক হওয়ার পরে কেউ কাউকে ছেড়ে চলে যেতে চাইলে ভয় দেখানো, যে সবাইকে বলে দেব আমরা যৌন সঙ্গ করেছি। অনেকে বন্ধুদের মধ্যে ছবি ছড়িয়ে দেয়।
খারাপ কথা বলা: অনেক সময় মেয়েদেরকে বলা হয় মোটা, কালো, বাজে দেখতে এগুলোও কিন্তু এক ধরণের নিগ্রহ।
নিস্তব্ধে কাজ সারা: অনেক সময় যে নিগ্রহ করে সে তার লক্ষ ব্যক্তিকে পাত্তা না দিয়ে। অবহেলা করেও আদায় করতে চায় নিজের অধিকার। কেউ যদি কারও প্রপোসাল মেনে না নেয় তখন এই ধরনের নিগ্রহ হয়।
advertisement
সবসময় সমালোচনা করা: এমন কিছু বন্ধু বা কাছের মানুষ থাকে যারা সব সময় আপনার কাজের সমালোচনা করে। আপনার সমালোচনা করে। সেখানে যেতে আপনি চান না। কিন্তু কারণ খুঁজে জানেন না। এটাও কিন্তু একধরণের মানসিক নিগ্রহ।
যৌন নিগ্রহ: অনেক সময় পরিবারের মধ্যেও যৌন নিগ্রহের শিকার হয় মেয়েরা বা ছেলেরা। তবে সম্পর্কের ক্ষেত্রে জোর দেখিয়ে যৌনতা করা হয়। ইচ্ছার বিরুদ্ধে যৌনতায় লিপ্ত হতে হয়। পরে সেই যৌনতার ভয় দেখিয়ে বার বার যৌন সম্পর্ক করা হয়।
advertisement
এই জিনিসগুলোর মধ্যে যদি কোনও একটিও হয় তোমার সঙ্গে বা আপনার সঙ্গে তাহলে এখুনি এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে হবে। কেউ ভয় দেখালে বাড়ির লোককে সব খুলে বলতে হবে। তাই ভয় না পেয়ে কথা বল।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2020 5:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2020 : প্রেমের সম্পর্ক নিগ্রহের হয়ে দাঁড়াচ্ছে না তো ? বুঝুন এখুনি