Glass Skin: নিঁখুত কাঁচের মতো ত্বক কি কেবলই মিথ? জেনে নিন কোরিয়ান গ্লাস স্কিনের পিছনে আসল সত্য.....

Last Updated:

ভাইরাল ভিডিওটি ইন্টারনেটে ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরই পরই হাজার হাজার ভিউ পেয়েছে। একের পর এক কমেন্টের বন্যা বয়েছে কমেন্ট সেকশনে।

glass skin
glass skin
কোরিয়ান সৌন্দর্য এবং ত্বকের যত্ন বিশ্বকে ঝড় তুলেছে। এর পোশাকি নাম হয়েছে “গ্লাস স্কিন”। সারা বিশ্বের কাছে অত্যন্ত পছন্দের একটা ট্রেন্ড। ত্বকই এত “মসৃণ এবং উজ্জ্বল” হয় যে একো পলিশড কাঁচের মতো দেখায়। কে পপ থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে।
মাল্টি-স্টেপ স্কিনকেয়ার রুটিন থেকে ভাইরাল মেকআপ হ্যাক পর্যন্ত, কোরিয়ান এই সৌন্দর্য প্রবণতা বিশ্বব্যাপী স্থায়ী প্রভাব ফেলেছে। প্রত্যেক স্কিন কেয়ার ব্র্যান্ড এই দাবি করছে কোনও ত্রুটিহীন, দাগহীন এক ত্বক দেওয়া দাবি। কিন্তু তাঁদের এই প্রতিশ্রুতি গুলোর কী কোনও সত্য আদৌ আছে?
কোরিয়ার একজন মেকআপ আর্টিস্ট এই মিথ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন গ্লাস স্কিন বলে আদতে তেমন কিছু হয় না। ভিডিওটি শুরু হয় সূর্যের আলোতে পা রাখার মধ্য দিয়ে। তারপর কোনও মেকআপ ছাড়াই তিনি ক্যামেরার কাছে যান। তাতে তাঁর চেহারা প্রকৃত টেক্সচার বোঝা যায়। দেখা যায়, তার গালে অসংখ্য ছিদ্র রয়েছে। আর এটাই স্বাভাবিক।
advertisement
advertisement
তারপর সূর্যালোকের থেকে সরতেই চমক! এই তো সেই গ্লাস স্কিন ত্বক। যে ত্বক প্রাপ্তির আশায় সকলে বুঁদ হয়ে আছে। যাকে আমরা কোরিয়ান গ্লাস স্কিন বলি। আসলে ব্যাপারটা কী? সবচেয়ে ক্যামেরার ফিল্টার ও আলোর খেলা।
এই ভাইরাল ভিডিওটি ইন্টারনেটে ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পরই পরই হাজার হাজার ভিউ পেয়েছে। একের পর এক কমেন্টের বন্যা বয়েছে কমেন্ট সেকশনে। একজন ব্যবহারকারী ইনস্টাগ্রাম ফিল্টারগুলির পিছনে সত্য দেখানোর জন্য মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন, “সততা গুরুত্বপূর্ণ”। অন্য একজন যোগ লিখেছেন, “তাহলে এটি মেকআপ নয়, ফিল্টার?” আর একজন যোগ করেছেন, “টেক্সচার ত্বকই স্বাভাবিক।”
advertisement
এই ভিডিওর নির্মাতা, একজন সুপরিচিত কোরিয়ান মেকআপ শিল্পী। তাঁর মেকআপ টিউটোরিয়াল এবং ট্রানজিশনের ভিডিওগুলিতে এক মিলিয়নেরও বেশি ভিউ হয়। তিনি শুধু সৌন্দর্যের টিপসই শেয়ার করছেন না, তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে গ্লাস স্কিন আসলে একটি মিথ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Glass Skin: নিঁখুত কাঁচের মতো ত্বক কি কেবলই মিথ? জেনে নিন কোরিয়ান গ্লাস স্কিনের পিছনে আসল সত্য.....
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement