#নয়াদিল্লি: বয়স বা লিঙ্গ নির্বিশেষে মানুষ এখন গ্যাজেট নির্ভর। নিজের প্রিয় মানুষকে উপহার দেওয়ার ক্ষেত্রেও এখন এগিয়ে রয়েছে টেক গ্যাজেট। বাজারে এখন এমন প্রচুর গ্যাজেট উপলব্ধ যা একজন ব্যক্তির রোজকার জীবনের জন্য অত্যন্ত কার্যকরী। একজন মহিলার (International Women’s Day 2022) ক্ষেত্রেও কিছু গ্যাজেটের ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন- বিজ্ঞানী থেকে মেকানিক, নারী দিবসে সমস্ত মহিলাদের এক সুতোয় বাঁধল গুগল ডুডল!
প্রেমিকা বা যে কোনও মহিলাকে কার্ড বা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো ভালোই, কিন্তু কাজের উপহার দিলে তা আরও বেশিই গুরুত্বপূর্ণ। গ্যাজেট উপহার দেওয়া এখন অনেক বাস্তবসম্মতও। আন্তর্জাতিক নারী দিবস ২০২২ (International Women’s Day 2022) উপলক্ষ্যে জীবনের বিশেষ মহিলাকে উপহার দিতে পারেন এই গ্যাজেটগুলি (International Women’s Day 2022)।
ফিটনেস ট্র্যাকার
করোনাভাইরাস এসে স্তব্ধ করে দিয়েছে জীবনযাত্রার স্বাভাবিক গতি। এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই আজকাল সকলেই কমবেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। ফিটনেস ব্যান্ড বা ট্র্যাকার উপহার দেওয়া এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় হতে পারে। নিজের স্বাস্থ্যের উপর নজর রাখতে এবং শরীরের সুস্থতাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে খুবই কাজের উপহার হতে পারে এই ট্র্যাকার।
রুম হিউমিডিফায়ার
মহিলাদের ক্ষেত্রে ত্বকের স্বাস্থ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন। হিউমিডিফায়ার ত্বককে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা প্রদান করে ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। হিউমিডিফায়ার বেশ সস্তাও, ফলে উপহার দিতে পকেটে টানও পড়বে না।
ভিডিও ফ্রেম
একটি ডিজিটাল ভিডিও ফ্রেম উপহার দেওয়ার কথা ভাবতেই পারেন এই দিনে। এই ব্যাটারি বা পাওয়ার-চালিত ফ্রেমগুলিতে নিজের বা কর্মক্ষেত্রেও একটি স্ক্রিনে লাগাতার নিজের জীবনের প্রিয় মুহূর্তের ছবি চালানো যাবে।
আরও পড়ুন- নারীদিবস উদযাপন করুন রঙিন পানীয়ে, জীবন থেকে মুছে ফেলুন হতাশার সাদা-কালো
জিপিএস ট্র্যাকার/টাইল ট্র্যাকার
তাড়াহুড়োর জীবনে ছোটো ছোটো জিনিস মনে রাখতেও আজকাল সমস্যা হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। চাবি হোক বা পার্স এমনকি অন্যান্য জিনিসও কোথায় রেখেছি মনে করতে গিয়ে কালঘাম ছুটে যায়। কর্মরতা মহিলাদের টাইল ট্র্যাকার উপহার দেওয়া এই দিনে বেশ কাজের কাজ হতে পারে যাতে ব্যাগ বা মূল্যবান জিনিসপত্র সঙ্গে রাখতে ভুল না হয়। টাইল ট্র্যাকার মূলত একটা ছোট্ট ডিভাইস যা আপনি আপনার ব্যাগ বা গাড়ির চাবির সঙ্গে জুড়তে পারেন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে এর অবস্থান ট্র্যাক করতে পারেন৷
চুল শুকনোর যন্ত্র
বেশিরভাগ মহিলার (International Women’s Day 2022) কাছেই হেয়ার ড্রায়ার কেবল একটি গ্যাজেট নয়, এটি প্রয়োজনীয়তা। নিজেকে নিজেই এই নারী দিবসে একটা হেয়ার ড্রায়ার উপহার দিতে পারেন মহিলারা। আর বান্ধবী বা জীবনের বিশেষ কোনও মহিলাকেও এই গ্যাজেটটি উপহার দিতে পারেন। সাধারণ হেয়ার ড্রায়ার উপহার দেওয়ার বদলে বিশেষ কিছু সুবিধাযুক্ত হেয়ার ড্রায়ারও কিনতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।