International Women’s Day 2022: ককটেল থেকে মকটেল পার হয়ে কফি, এই নারীদিবসে আপনার জন্য় পানীয়ের কমতি নেই

Last Updated:
International Women’s Day 2022: সময় ছুটে চলে। আমাদের আটকে পড়ে থাকলে চলবে না। ব্য়স্ততা আছে তো কী হয়েছে! বাড়িতেই মেতে উঠুন না আনন্দে। দেখে নিন নারীদিবস উপলক্ষ্য়ে আপনার জন্য় রয়েছে কত রঙিন ককটেলের ভাবনা...
1/8
ককটেল (Cocktail) বললেই প্রথমে যার কথা মনে আসে, সে হল মোহিতো (Mojito)। তার ফ্লেভার বা স্বাদ হতে পারে অনেক কিছু।  যেমন ধরুন, ভার্জিন মোহিতো, তরমুজের মোহিতো, আনারস বা লেবু ফ্লেভারের মোহিতো- এসব কিন্তু জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তাই বাড়িতে পার্টি করলে মোহিতো রাখতেই পারেন। এর মধ্য়েকার মিন্টের ফ্লেভার আপনাকে একটা তরতাজা ভাবও দেবে। সুন্দর সুন্দর গ্লাসে পরিবেশন করে ফেলুন মোহিতো। সঙ্গে রেখে দিন কোনও স্ন্য়াক্স।
ককটেল (Cocktail) বললেই প্রথমে যার কথা মনে আসে, সে হল মোহিতো (Mojito)। তার ফ্লেভার বা স্বাদ হতে পারে অনেক কিছু। যেমন ধরুন, ভার্জিন মোহিতো, তরমুজের মোহিতো, আনারস বা লেবু ফ্লেভারের মোহিতো- এসব কিন্তু জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তাই বাড়িতে পার্টি করলে মোহিতো রাখতেই পারেন। এর মধ্য়েকার মিন্টের ফ্লেভার আপনাকে একটা তরতাজা ভাবও দেবে। সুন্দর সুন্দর গ্লাসে পরিবেশন করে ফেলুন মোহিতো। সঙ্গে রেখে দিন কোনও স্ন্য়াক্স।
advertisement
2/8
সাংরিয়ার (Sangria) নামও আমরা সবাই শুনেছি। এটা ব্রা‍‍ঞ্চ হোক বা নৈশভোজ- সবকিছুর সঙ্গে মানানসই। সাধারণত রেড ওয়াইন বা সাদা  ওয়াইন দিয়ে এটি বানানো হয়। একটা সুন্দর মুড এনে দিতে সাংরিয়ার জুড়ি মেলা ভার।
সাংরিয়ার (Sangria) নামও আমরা সবাই শুনেছি। এটা ব্রা‍‍ঞ্চ হোক বা নৈশভোজ- সবকিছুর সঙ্গে মানানসই। সাধারণত রেড ওয়াইন বা সাদা ওয়াইন দিয়ে এটি বানানো হয়। একটা সুন্দর মুড এনে দিতে সাংরিয়ার জুড়ি মেলা ভার।
advertisement
3/8
বিভিন্ন ফল দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন ফ্রুট জুস। স্বাস্থ্য়কর উদযাপন বিষয়টি মন্দ নয়।
বিভিন্ন ফল দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন ফ্রুট জুস। স্বাস্থ্য়কর উদযাপন বিষয়টি মন্দ নয়।
advertisement
4/8
নিজেকে সুস্থ ও সতেজ রাখার জন্য় খেতে পারেন ভেজিটেবল জুস
নিজেকে সুস্থ ও সতেজ রাখার জন্য় খেতে পারেন ভেজিটেবল জুস
advertisement
5/8
মদ্য়পান সব সময়েই ক্ষতিকর। তবু বিয়ার কিছুটা মন্দের ভাল। উদযাপনের দিন চলতেই পারে। বিয়ারের মধ্যে থাকে ভিটামিন বি। থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট। থাকে ফসফরাস, ফোলেট। এছাড়াও কিছু ভালো ব্যাকটেরিয়া। ওয়াইনের তুলনায় বিয়ারে ফ্ল্যাভিনয়েডও থাকে বেশি পরিমাণে।
মদ্য়পান সব সময়েই ক্ষতিকর। তবু বিয়ার কিছুটা মন্দের ভাল। উদযাপনের দিন চলতেই পারে। বিয়ারের মধ্যে থাকে ভিটামিন বি। থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট। থাকে ফসফরাস, ফোলেট। এছাড়াও কিছু ভালো ব্যাকটেরিয়া। ওয়াইনের তুলনায় বিয়ারে ফ্ল্যাভিনয়েডও থাকে বেশি পরিমাণে।
advertisement
6/8
ওয়াইন দিয়ে সন্ধ্য়াযাপন। এর থেকে ভাল উদযাপন আর হয় কী?
ওয়াইন দিয়ে সন্ধ্য়াযাপন। এর থেকে ভাল উদযাপন আর হয় কী?
advertisement
7/8
ডার্ক চকোলেট ভালবাসলে আপনার জন্য় ঝুড়ি ঝুড়ি বিকল্প খোলা রয়েছে।
ডার্ক চকোলেট ভালবাসলে আপনার জন্য় ঝুড়ি ঝুড়ি বিকল্প খোলা রয়েছে।
advertisement
8/8
সময় ছুটে চলে। আমাদের আটকে পড়ে থাকলে চলবে না। ব্য়স্ততা আছে তো কী হয়েছে! বাড়িতেই মেতে উঠুন না আনন্দে। দেখে নিন আপনার জন্য় রয়েছে কত রঙিন ককটেলের ভাবনা...
সময় ছুটে চলে। আমাদের আটকে পড়ে থাকলে চলবে না। ব্য়স্ততা আছে তো কী হয়েছে! বাড়িতেই মেতে উঠুন না আনন্দে। দেখে নিন আপনার জন্য় রয়েছে কত রঙিন ককটেলের ভাবনা...
advertisement
advertisement
advertisement