Shitalpati : এসি-কুলার তো অনেক লাগালেন, এবার আপনি শীতলপাটি কিনুন, আধুনিকতার সঙ্গে মিলে এক অভিনব বসার উপায়, শরীর-মন হবে ঠান্ডা

Last Updated:

Shitalpati : তীব্র গরমে মুহূর্তে ঠান্ডা! কোচবিহারের এই শীতলপাটি করবে কামাল

+
শীতলপাটিবুনতে

শীতলপাটিবুনতে ব্যস্ত শিল্পী

কোচবিহার: আধুনিকতার এই যুগে গরমের হাত থেকে বাঁচতে এসি মেশিন ও কুলার সকলের ঘরে ঘরে। তবে আজও এই অত্যাধুনিক যন্ত্রের প্রযুক্তিকে সহজে টেক্কা দেয় গ্রামীণ শীতলপাটি। গরমের মাত্রা বাড়লেই এই পাটির চাহিদা বেড়ে ওঠে অনেকটা। সময় অনেক বদলে গেছে, তবে উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলপাটির চাহিদা কমেনি বিন্দুমাত্র। বরং উল্টে সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাটি শিল্পীদের কাজে অনেক আধুনিকতা দেখতে পাওয়া যায়। একটা সময় এই শিল্প হারিয়ে যেতে বসলেও জিআই ট্যাগের মাধ্যমে শীতলপাটি শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে।
জেলার কোচবিহার ১ ও ২ নম্বর ব্লক, তুফানগঞ্জ ১ ও ২ নম্বর ব্লক , মাথাভাঙার কিছু অংশ ও দিনহাটা ২ নম্বর ব্লকে হাজার হাজার মানুষ এই শীতলপাটির ব্যবসার সঙ্গে যুক্ত। গোটা জেলায় ত্রিশ হাজারেরও বেশি শিল্পী এই পাটি শিল্পের সঙ্গে যুক্ত। কোচবিহারের ধলুয়াবাড়ি এলাকা হল এই পাটি শিল্পীদের পীঠস্থান। কোচবিহারের ধলুয়াবাড়ি এলাকার শীতলপাটি শিল্পী জবা দে জানান, “এই শিল্পের প্রধান কাঁচামাল হল বেতগাছ। কোচবিহারের পরিবেশেই এই বেতগাছ ভাল তৈরি হয়। তাই এই গাছের ওপর থেকে যে ছাল বের হয় তা দিয়েই তৈরি হয় পাটি।”
advertisement
advertisement
আরেক পাটি শিল্পী নমিতা দে জানান, “প্রথমে জমি থেকে বেত কাটা হয়। তারপর তা হালকা শুকিয়ে নিতে হয়। এরপর বঁটি দাঁ দিয়ে চিরে নিতে হয়। চিরে নেওয়া বেত আবার সেদ্ধ করা হয়। এভাবে তৈরি হয় গরমের সময় বিছানায় বা মেঝেতে ব্যবহার করার শীতলপাটি। গরমের মরসুমে এই পাটির চাহিদা থাকে একেবারে বেশি।\”প্রবীণ পাটি শিল্পী মনীন্দ্র চন্দ্র দে জানান, \”সময় অনেকটা পেরিয়ে গেলেও শীতলপাটির চাহিদা কমেনি বিন্দুমাত্র। ৭০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত শীতলপাটি বিক্রি করেন তাঁরা খুচরো দামে।\”
advertisement
গরমের মরসুমে প্রাকৃতিক উপায়ে মুহূর্তে স্বস্তি পেতে শীতলপাটি একটি দারুণ উপায়। এসি কিংবা কুলারের মতন করে ঘরের হওয়া এটি ঠান্ডা করেনা ঠিকই। তবে এই পাটির ওপর শুয়ে থাকলে ঠান্ডা অনুভূত হয় অনেকটা। এতে তীব্র গরমে অনেকটাই স্বস্তি পাওয়া সম্ভব মুহূর্তের মধ্যে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shitalpati : এসি-কুলার তো অনেক লাগালেন, এবার আপনি শীতলপাটি কিনুন, আধুনিকতার সঙ্গে মিলে এক অভিনব বসার উপায়, শরীর-মন হবে ঠান্ডা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement