কপালের গড়নই বলে দেবে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, দেখে নিন এক নজরে

Last Updated:

Shape Of Forehead tells Personality: সরু কপাল হোক কিংবা চওড়া, বিশেষ কয়েকটি লক্ষণ, ওঠাপড়া থেকে বুঝে নেওয়া যায়, ওই ব্যক্তি বা মহিলা আদতে কেমন ৷

Representative Image
Representative Image
#কলকাতা: কথায় আছে, কপালের লিখন খণ্ডাবে কে! তবে এমন প্রবাদ নেহাতই মিথ। কিন্তু কপাল দেখে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়, এটা বলে থাকেন বিশেষজ্ঞরা। সরু কপাল হোক কিংবা চওড়া, বিশেষ কয়েকটি লক্ষণ, ওঠাপড়া থেকে বুঝে নেওয়া যায়, ওই ব্যক্তি বা মহিলা আদতে কেমন! এবার কপালের আকৃতি অনুসারে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক (Shape Of Forehead tells Personality)।
১। বাঁকানো কপাল
দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মতো বাঁকানো কপালের অধিকারী মানুষেরা সাহসী এবং ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হন। এঁরা ভীষণ ইতিবাচক। সমস্ত কাজেই উদ্যমী। মন সর্বদা প্রফুল্ল। ফলে এমন মানুষ যেখানে থাকেন চারপাশ ঝলমল করে ওঠে। প্রচন্ড মিশুকে হন, বন্ধুত্ব করা এদের কাছে বাঁয়ে হাত কা খেল।
advertisement
advertisement
২। তির্যক কপাল
জাস্টিন বিবারের (Justin Bieber) পত্নী হেইলি বিবারের (Hailey Bieber) মতো তির্যক কপালের অধিকারীরা সাধারণত জেদি হন। এই ধরণের কপাল খুব একটা দেখা যায় না। এঁরা যেটা চান সেটা পাবার জন্য একেবারে জেদ ধরে বসে থাকেন। এঁদের পেট থেকে কথা বের করা খুব মুশকিল।
৩। সরু কপাল
advertisement
আলিয়া ভাটের (Alia Bhatt) মতো ছোট মুখের মানুষদের সরু কপাল হয়। এঁদের একেবারে দয়ার শরীর এবং খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। মস্তিষ্ক নয়, মনই এঁদের চালনা করে। আঘাত পাওয়ার ভয়ে সম্পর্কে জড়াতেও এঁদের সঙ্কোচ।
৪। চওড়া কপাল
বুদ্ধি বা পরামর্শ নিতে হলে মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) বা সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) মতো চওড়া কপালের অধিকারীদের কাছে যেতে হবে। মেধাবী তো বটেই একাধিক ক্ষেত্রে এঁদের দক্ষতাও প্রশ্নাতীত। চটপট কাজ শিখতে পারেন। লক্ষ্য পূরণ করতে এঁদের থেকে তৎপর আর কেউ হয় না।
advertisement
৫। গোল কপাল
মিলা কুনিস (Mila Kunis) বা ড্রিউ ব্যারিমোরের (Drew Barrymore) মতো কপালের অধিকারীরা আবেগপ্রবণ হওয়ার পাশাপাশি শৈল্পিক এবং সৃজনশীল হন। তবে মাঝে মধ্যেই যুক্তিহীন কথাবার্তা বলতে এঁদের জুড়ি মেলা ভার।
advertisement
৬। দ্য এম অথবা উইডোস পিক
ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) মতো ‘ভি’ আকৃতির কপাল বিরল। এঁরা মারাত্মক প্রতিভাবান। আঁচড় থেকে সামাজ্য খাড়া করার ক্ষমতা আছে এঁদের। সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন। তবে মাঝে মধ্যেই মেজাজ হারান।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কপালের গড়নই বলে দেবে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, দেখে নিন এক নজরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement