সেভিংস অ্যাকাউন্টে সব থেকে বেশি সুদ দিচ্ছে কোন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি? দেখে নিন!

Last Updated:

সাধারণত ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই কম সুদের হার পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টগুলিতে।

বেশিরভাগ ক্ষেত্রেই একসঙ্গে একাধিক সেভিংস অ্যাকাউন্ট সামলান বেতনভুক্ত কর্মীরা। স্যালারি ডিপোজিট বা ইনভেস্টমেন্টের জন্য একটি সেভিং অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। অন্য দিকে, আর একটি অ্যাকাউন্ট ব্যবহৃত হয় লোন পেমেন্ট, ইনস্টলমেন্ট দেওয়া, ক্রেডিট কার্ড ডিউ মেটানোর জন্য। সাধারণত ফিক্সড ডিপোজিটের থেকে অনেকটাই কম সুদের হার পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টগুলিতে। এ ক্ষেত্রে ছোট ছোট ফিনান্স ব্যাঙ্ক, নতুন প্রাইভেট ব্যাঙ্কগুলির থেকে আরও কম সুদের হার দেয় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি। যাঁরা পাবলিক সেক্টর ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের ক্ষেত্রে কোথায় ভালো সুদের হার মিলছে, সেটা জেনে নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সেভিং অ্যাকাউন্টে সব চেয়ে ভালো সুদের হার দিচ্ছে IDBI ও Canara ব্যাঙ্ক।
প্রথমেই দেখে নেওয়া যেতে পারে, কোন ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকাউন্টে ভালো সুদের হার দিচ্ছে-
ব্যাঙ্ক বছরে সুদের হার মিনিমাম ব্যালেন্স ব্যালেন্স টাইপ
advertisement
IDBI ব্যাঙ্ক ৩.০০- ৩.৫০ শতাংশ ৫০০-৫০০০ টাকা MAB
Canara ব্যাঙ্ক ২.৯০-৩.২০ শতাংশ ৫০০-১০০০ টাকা MAB
পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ৩.১০ শতাংশ ৫০০-১০০০ টাকা MB
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ৩.০৫ শতাংশ ৫০০-১০০০ টাকা MB
advertisement
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ
ইন্ডিয়া ২.৭৫- ৩ শতাংশ ৫০০-২০০০ টাকা MMB
উল্লেখ্য, এখানে MAB মানে হল মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স, MB মানে মিনিমাম ব্যালেন্স, MMB মান্থলি মিনিমাম ব্যালেন্স ।
এ বার প্রাইভেট ব্যাঙ্কগুলির সঙ্গে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির একটি তুলনা টানা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, সেভিংস অ্যাকউন্টের ক্ষেত্রে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি অর্থাৎ IDBI ও Canara ব্যাঙ্ক যথাক্রমে ৩.৫ ও ৩.২ শতাংশ পর্যন্ত সুদের হার দিতে পারে। এ ক্ষেত্রে প্রাইভেট ব্যাঙ্কগুলিকেও টেক্কা দিতে পারে এই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি। তুলনা করলে দেখা যায়, HDFC ও ICICI ব্যাঙ্কও ৩-৩.৫ শতাংশ পর্যন্ত সুদ দেয়।
advertisement
অন্য দিকে, বড় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকউন্টে অনেকটাই কম সুদের হার দেয়। এ ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ব্যাঙ্ক অফ বরোদা যথাক্রমে ২.৭০ শতাংশ ও ২.৭৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিতে পারে। অন্য দিকে আবার ছোট ছোট ফিনান্স ব্যাঙ্কগুলি সেভিংস অ্যাকাউন্টে ভালো সুদ দেয়। AU ফিনান্স ব্যাঙ্ক ও উজ্জীবন ফিনান্স ব্যাঙ্ক যথাক্রমে ৭ ও ৬.৫ শতাংশ করে সুদ দেয়।
advertisement
প্রসঙ্গত, সেভিং অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে সব চেয়ে বেশি সুবিধা দেয় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি। মিনিমাম ব্যালেন্স শুরু হয় ২৫০ টাকা থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আরও সুবিধা মেলে। অন্য দিকে Axis ও HDFC ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্স ২,৫০০-১০,০০০ টাকা। তাই IDBI ও Canara ব্যাঙ্কে সুদের হারের উপরে নজর দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
advertisement
তাই সমস্ত বিষয় খতিয়ে দেখেই সেভিংস অ্যাকাউন্ট খোলা বুদ্ধিমানের কাজ হবে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নেওয়াটাও জরুরি। সমস্ত পরিষেবা জানার পরই পা বাড়াতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সেভিংস অ্যাকাউন্টে সব থেকে বেশি সুদ দিচ্ছে কোন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি? দেখে নিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement