Beauty Parlour Stroke Syndrom: চুল ধোয়ার পরেই স্ট্রোক, বিউটি পার্লারে গিয়ে জীবন সংশয় মহিলার! হতে পারে আপনারও

Last Updated:

ওই চিকিৎসক জানিয়েছেন, এমন কিছু হয়ে থাকলে মাথা ঘোড়া,বনির মতো উপসর্গ দেখা দেয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#হায়দ্রাবাদ: বিউটি পার্লারে চুলের পরিচর্যা করাতে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু সেই পরিচর্যাই হয়ে আর একটু কেড়ে নিচ্ছিল তাঁর প্রাণ৷ বিউটি পার্লারে চুল কাটার আগে হেয়ার ওয়াশ করার পর পরই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন বছর পঞ্চাশের ওই মহিলা৷ স্ট্রোকের কারণ ব্যাখ্যা করতে গিয়ে চিকিৎসকরা যা জানিয়েছেন, তাতে পরের বার পার্লার বা সেলুনে যাওয়ার আগে বুক কেঁপে উঠতে পারে যে কারও৷
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে৷ চিকিৎসকরা জানিয়েছেন, সেলুনের চেয়ারে বসে চুল ধোয়ার সময় মাথা পিছন দিকে হেলিয়ে দিয়েছিলেন ওই মহিলা৷ তখনই মস্তিষ্কে রক্ত সরবরাহকারী একটি ধমণীতে চাপ পড়ে৷ যার জেরেই কয়েক মুহূর্তের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হন তিনি৷
advertisement
advertisement
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পার্লার বা সেলুনে গিয়ে এই ধরনের শারীরিক বিপত্তির ঘটনা প্রথম বার আমেরিকায় নজরে এসেছিল ১৯৯৩ সালে৷ এর পরেও বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা দেখা গিয়েছে৷ যার ফলে এই ধরনের স্ট্রোককে বলা হয় 'বিউটি পার্লার স্ট্রোক সিন্ড্রোম৷' শুধু মহিলারা নন, সেলুনে গিয়ে ঘাড় মাসাজ করাতে যাওয়া অনেক পুরুষও এমন সমস্যার মুখোমুখি হয়েছেন৷
advertisement
সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রবীন কুমার ইয়াড়া গত কয়েক বছরে এই ধরনের সমস্যায় পড়া একাধিক রোগীর চিকিৎসা করেছেন৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-কে তিনি জানিয়েছেন, 'সাধারণত সেলুন বা পার্লারের ম্যাসিওর যখন ঘাড় এবং মাথায় একসঙ্গে জোরে চাপ দিয়ে হাড় ফাটানোর শব্দ করতে যান, তখনই এই ধরনের সমস্যা দেখা দেয়৷ কারণ সেক্ষেত্রে নরম ধমণীগুলি আঘাত প্রাপ্ত হতে পারে৷'
advertisement
ওই চিকিৎসক জানিয়েছেন, এমন কিছু হয়ে থাকলে মাথা ঘোড়া,বনির মতো উপসর্গ দেখা দেয়৷ হায়দ্রাবাদের পঞ্চাশ বছর বয়সি ওই মহিলার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল৷ এর পাশাপাশি শরীরের ভারসাম্যও রাখতে পারছিলেন না তিনি৷ প্রথমে একজন গ্যাসস্ট্রোএন্ট্রোলজিস্ট-এর কাছে যান তিনি৷ ওই চিকিৎসকই তাঁকে স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেন৷
advertisement
এর পরে হাসপাতালের পক্ষ থেকে এমআরআই করানোর পরই ওই মহিলার স্ট্রোক হয়েছে, তা ধরা পড়ে৷ দেখা যায়, ঘাড়ের পিছন দিকে রক্ত জমাট বেঁধে রয়েছে তাঁর৷ আপাতত জীবনদায়ী ওষুধের সাহায্যে ওই মহিলার চিকিৎসা চলছে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Parlour Stroke Syndrom: চুল ধোয়ার পরেই স্ট্রোক, বিউটি পার্লারে গিয়ে জীবন সংশয় মহিলার! হতে পারে আপনারও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement