পরণে ছাপা শাড়ি, মাটির দালানে খেতে বসে স্বামী যা দেখলেন, Tiktok ভিডিও নিমেষে Viral
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
স্বামী-স্ত্রী যা করছেন...
#কলকাতা: করোনা, আর করোনা৷ আপনার সামজিক জীবন এই মারণ রোগের প্রভাবে একপ্রকার ফুলস্টপ আটকে গিয়েছে ৷ সামাজিক দূরত্বের কথা আমরা সকলেই বারবার শুনছি ৷ বিভিন্ন মানুষ অবশ্য এখনও এই বিষয়টিকে মানতে একেবারেই নারাজ ৷ তারা এখনও জোর করেই অনেক নিয়মবিরুদ্ধ কাজ এখনও করছেন৷ সারা দেশে লকডাউনে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানেও এক মিটার দূরত্ব অন্তত রাখতে বলা হচ্ছে সেসময়েও এই কাজ মানা হচ্ছে না ৷ তবে যে সোশ্যাল মিডিয়াকে অনেক সময়েই কর্মনাশা বলে ধরা হয় এই সামাজিক দূরত্বের সময় মন ভালো রাখতে সেটাই কাজে আসছে ৷ এই অবস্থায় তার মাধ্যমেই একে অপরের যোগ রাখা হচ্ছে৷
আর অনেক সময়েই এখানে মজার ছলে বেশ কিছু কাজের ভিডিওও আপলোড হচ্ছে ৷ সোশ্যাল ডিসটেনশিং-র বার্তা দেওয়া এরকই এক ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে একদম সাধারণ ঘরের এক ছবি তুলে ধরা হয়েছে ৷ দালানে খেতে বসেছেন স্বামী ৷ সামনেই উনুনে হাঁড়িতে কিছু রান্নাও রাখা রয়েছে ৷ স্ত্রী একটি হাতার সঙ্গে একটি লম্বা গাছের ডাল লাগানো রয়েছে ৷ আর সেই হাতা দিয়েই স্বামীকে খেতে দিচ্ছেন স্ত্রী৷ আসলে বারবার ধরে সব জায়গায় অন্তত এক মিটারের দূরত্ব রাখার কথা বলা হচ্ছে আর এই ভিডিওতেও সেটাই দেখা যাচ্ছে ৷
advertisement
দেখে নিন সেই ভিডিও
advertisement
ভিডিওটি আপলোড হয়েছে রবিওল গায়েন নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউ হয়েছে ১,৩ কোটি ৷ তাঁর হ্যান্ডেলে ফলোয়ার রয়েছে সাড়ে আটতিরিশ হাজার৷
advertisement
আরও পড়ুন - ‘আমি ১৭, আমাদের বাড়িতে কাজ করে যে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক, কিন্তু ও সকলকে বলতে বারণ করছে!’
এর আগে যেখানে তার ভিডিওগুলিতে মাত্র কয়েক হাজার ভিউ থাকত সেখান থেকে করোনার সময়ে এইভাবে সোশ্যাল ডিসটেনসিংয়ের দূরত্বের বার্তা মজা করে পৌঁছে দেওয়ায় তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ৷
advertisement
হাসির ছলেও যেন মানুষ এই সতর্কতাবাণী মানেন এটাই এখন উদ্দেশ্য সকলের ৷ আসলে মারণ রোগকে রুখতে এই দূরত্বই একমাত্র কার্যকারী ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2020 2:58 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরণে ছাপা শাড়ি, মাটির দালানে খেতে বসে স্বামী যা দেখলেন, Tiktok ভিডিও নিমেষে Viral