পরণে ছাপা শাড়ি, মাটির দালানে খেতে বসে স্বামী যা দেখলেন, Tiktok ভিডিও নিমেষে Viral

Last Updated:

স্বামী-স্ত্রী যা করছেন...

#কলকাতা: করোনা, আর করোনা৷ আপনার সামজিক জীবন এই মারণ রোগের প্রভাবে একপ্রকার ফুলস্টপ আটকে গিয়েছে ৷ সামাজিক দূরত্বের কথা আমরা সকলেই বারবার শুনছি ৷ বিভিন্ন মানুষ অবশ্য এখনও এই বিষয়টিকে মানতে একেবারেই নারাজ ৷ তারা এখনও জোর করেই অনেক নিয়মবিরুদ্ধ কাজ এখনও করছেন৷ সারা দেশে লকডাউনে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানেও এক মিটার দূরত্ব অন্তত রাখতে বলা হচ্ছে সেসময়েও এই কাজ মানা হচ্ছে না ৷ তবে যে সোশ্যাল মিডিয়াকে অনেক সময়েই কর্মনাশা বলে ধরা হয় এই সামাজিক দূরত্বের সময় মন ভালো রাখতে সেটাই কাজে আসছে ৷ এই অবস্থায় তার মাধ্যমেই একে অপরের যোগ রাখা হচ্ছে৷
আর অনেক সময়েই এখানে মজার ছলে বেশ কিছু কাজের ভিডিওও আপলোড হচ্ছে ৷ সোশ্যাল ডিসটেনশিং-র বার্তা দেওয়া এরকই এক ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে একদম সাধারণ ঘরের এক ছবি তুলে ধরা হয়েছে ৷ দালানে খেতে বসেছেন স্বামী ৷ সামনেই উনুনে হাঁড়িতে কিছু রান্নাও রাখা রয়েছে ৷ স্ত্রী একটি হাতার সঙ্গে একটি লম্বা গাছের ডাল লাগানো রয়েছে ৷ আর সেই হাতা দিয়েই স্বামীকে খেতে দিচ্ছেন স্ত্রী৷ আসলে বারবার ধরে সব জায়গায় অন্তত এক মিটারের দূরত্ব রাখার কথা বলা হচ্ছে আর এই ভিডিওতেও সেটাই দেখা যাচ্ছে ৷
advertisement
দেখে নিন সেই ভিডিও
advertisement
ভিডিওটি আপলোড হয়েছে রবিওল গায়েন নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউ হয়েছে ১,৩ কোটি ৷ তাঁর হ্যান্ডেলে ফলোয়ার রয়েছে সাড়ে আটতিরিশ হাজার৷
advertisement
এর আগে যেখানে তার ভিডিওগুলিতে মাত্র কয়েক হাজার ভিউ থাকত সেখান থেকে করোনার সময়ে এইভাবে সোশ্যাল ডিসটেনসিংয়ের দূরত্বের বার্তা মজা করে পৌঁছে দেওয়ায় তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ৷
advertisement
হাসির ছলেও যেন মানুষ এই সতর্কতাবাণী মানেন এটাই এখন উদ্দেশ্য সকলের ৷ আসলে মারণ রোগকে রুখতে এই দূরত্বই একমাত্র কার্যকারী ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরণে ছাপা শাড়ি, মাটির দালানে খেতে বসে স্বামী যা দেখলেন, Tiktok ভিডিও নিমেষে Viral
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement