Hariyali Teej 2021: মেহন্দির গাঢ় রঙই সংসারে আনবে সৌভাগ্য, তাকে ঘন করে তুলতে সঙ্গে থাক এই ঘরোয়া টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
মনখারাপ করার কারণ নেই, দেখে নেওয়া যাক কোন সহজ উপায়ে ভালোবাসার মতোই গাঢ় করে তোলা যায় হাত ও পায়ের মেহন্দি (Mehandi)
বছরে বেশ কয়েকবার এই ব্রত পালন করা হয়ে থাকে, তার মধ্যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের তীজ সর্বাধিক গুরুত্বপূর্ণ। সৌভাগ্যের লক্ষণ হিসাবে এই দিনে বিবাহিতারা ষোলটি শৃঙ্গারের সাজধারণ করেন, সেই কথা মাথায় রেখে একে শৃঙ্গার তীজ নামেও ডাকা হয়ে থাকে।
বাদলধারা যেহেতু পরিবেশে শ্যামলিমা সঞ্চার করে, সেই অনুষঙ্গে উৎসবটি পেয়েছে হরিয়ালি তীজ নাম! বলা হয়, এই হরিয়ালি তীজ তিথিতেই সালঙ্কারা পার্বতীকে বধূরূপে স্বাগত জানিয়েছিলেন ভগবান শিব, সার্থক হয়েছিল তাঁর দেবাদিদেবকে পতিরূপে লাভ করার তপস্যা। এই কারণেই বিবাহিতা এবং অবিবাহিতা রমণীরা হরিয়ালি তীজ ব্রত পালন করেন।advertisement
advertisement
সালঙ্কারা দেবীর মতো সৌভাগ্যলাভের বাসনায় বিবাহিতারা ষোল শৃঙ্গারে সাজিয়ে তোলেন নিজেদের। এই ষোল শৃঙ্গারের মধ্যে বর্ষাজাত শ্যামলিমার অনুষঙ্গে হাতে এবং পায়ে মেহন্দির সাজধারণ অবশ্য পালনীয়। বলা হয়, যে নারীর স্বামীসৌভাগ্য যত বেশি, তাঁর মেহন্দির রঙও তত গাঢ় হয়ে ধরা দেয় হরিয়ালি তীজের তিথিতে।advertisement
তবে সবার ক্ষেত্রে যে মেহন্দির রঙ গাঢ় হবেই, তার কোনও নিশ্চয়তা নেই! তা বলে মনখারাপ করারও কারণ নেই, দেখে নেওয়া যাক কোন সহজ উপায়ে ভালোবাসার মতোই গাঢ় করে তোলা যায় তীজের সাজের মেহন্দি!
মেহন্দির রঙ ঘন করতে মেহন্দি শুকিয়ে গেলে, হাতে লবঙ্গ ঘষতে হবে। চাটু বা তাওয়ায় দশ-পনেরোটি লবঙ্গ রেখে গ্যাস চালু করতে হবে। যখন লবঙ্গ থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন সেই ধোঁয়ায় হাত সেঁকে নিতে হবে। খুব কম সময়েই এই ভাবে মেহন্দির রঙ ঘন হয়ে যাবে।advertisement
মেহন্দির রঙ গাঢ় করার জন্য ব্যথানাশক বাম বা মলমের সাহায্যও নেওয়া যায়। মেহন্দি শুকিয়ে যাওয়ার পরে হাত একসঙ্গে ঘষতে হবে। যখন মেহন্দি শুকনো থাকে, তখন হাতে বাম বা মলম লাগানো যায়। মেহন্দির রঙ কিছুক্ষণের মধ্যে গাঢ় হয়ে যাবে।
মেহন্দি যখন পুরোপুরি শুকিয়ে যায়, তখন হাতে সর্ষের তেল ঘষতে হবে। কয়েক ঘণ্টা রেখে দিলেই তার পর মেহন্দির রং গাঢ় হয়ে যাবে। তবে তেল লাগানোর পরে কয়েক ঘন্টা জল ব্যবহার করা যাবে না।advertisement
মেহন্দির রং গাঢ় করতে আচারের তেলও ব্যবহার করা যেতে পারে। মেহন্দি লাগানোর পর, যখন এটি পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আচারের বয়াম থেকে এক চামচ তেল নিয়ে দুই হাতে ভাল করে লাগাতে হবে। কিছুক্ষণ পরেই মেহন্দির রঙ ঘন হয়ে যাবে। চাইলে পায়ের মেহন্দির রঙ ঘন করতেও এই পদ্ধতি ব্যবহার করা যায়।স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2021 2:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hariyali Teej 2021: মেহন্দির গাঢ় রঙই সংসারে আনবে সৌভাগ্য, তাকে ঘন করে তুলতে সঙ্গে থাক এই ঘরোয়া টোটকা

