Food Tips: বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ‘রমজান-ই-শরবত’! নামমাত্রা খরচ, দারুণ উপকারী
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Food Tips: বাড়িতে সহজেই তৈরি করতে পারেন ‘রমজান-ই-শরবত’। লেবু স্বাদ মতো এবং এক চা চামচ মধুর মিশ্রণে তৈরি হালকা রংবিহীন এই তরলটি শরীরকে চাঙ্গা করতে বা বিপাকের প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে থাকে।
মুর্শিদাবাদ: চলছে রমজান মাস। দিন শেষে সন্ধ্যায় ইফতার শুরুর আগে শরবত খেয়ে থাকেন সকলেই। তাই আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের বিশেষ সেই শরবত। লেবু-সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয় সেটি।
রমজান মাস শুরু হয়ে গিয়েছে। প্রায় এক মাস ধরে চলে উপবাস। কিছু নিয়ম-রীতি মেনে এই উৎসব পালন করা হয়। আপনিও বাড়িতে সহজেই তৈরি করতে পারেন ‘রমজান-ই-শরবত’। লেবু স্বাদ মতো এবং এক চা চামচ মধুর মিশ্রণে তৈরি হালকা রংবিহীন এই তরলটি শরীরকে চাঙ্গা করতে বা বিপাকের প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে থাকে। প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট এবং পানীয় হিসেবে পাওয়া যায় এই তরল।
advertisement
গরমের সময় তেষ্টায় গলা শুকিয়ে যায়। তাই এই রমজান মাসে সবচেয়ে জনপ্রিয় ‘রমজান-ই-শরবত’। লেবুর মিশ্রণ করে সহজেই করতে পারেন বাড়িতে শরবত। ইফতারে মৌসুমি ফলের রস ঘরে তৈরি করে খেলেও ফলের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি ত্বকের সৌন্দর্য রক্ষায় অনেক সাহায্য করে থাকে।
advertisement
advertisement
শরীরকে চাঙ্গা ও সতেজ রাখতে ফলের রস বা জুস অনেক উপকারী। কাঁচা আমের জুস, বেলের শরবত, দুধ এবং কলার সেক, আপেলের জুস, আনারস বা তরমুজের জুস রোজায় মানুষকে প্রাণবন্ত রাখে।
advertisement
রঙিন, প্যাকেটজাত তরল নয়, ঘরেই তৈরি করুন সুস্বাদু তরল, যা আপনাকে সুস্থ রাখার পাশাপাশি দেবে মানসিক প্রশান্তি। তাই ঘরে তৈরি তরল খেতে পারেন এবং পুরো রোজা সুস্থভাবে শেষ করুন।
কৌশিক অধিকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 12:48 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Food Tips: বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ‘রমজান-ই-শরবত’! নামমাত্রা খরচ, দারুণ উপকারী