Soybean Payesh: ধারেকাছে ঘেষবে না ডায়াবেটিস...! যতখুশি খান এই পায়েস! রইল চটজলদি রেসিপি

Last Updated:

Soybean Payesh: শীতের মরশুমে বাঙালির পিঠে, পুলি, পাটিসাপটার পাশাপাশি আলাদা টান থাকে পায়েসের উপর। তবে শরীর স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে অনেকেই এড়িয়ে চলেন মিষ্টি জাতীয় এই মেনু।

+
সয়াবিনের

সয়াবিনের পায়েস

উত্তর ২৪ পরগনা: শীতের মরশুমে বাঙালির পিঠে, পুলি, পাটিসাপটার পাশাপাশি আলাদা টান থাকে পায়েসের উপর। তবে শরীর স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে অনেকেই এড়িয়ে চলেন মিষ্টি জাতীয় এই মেনু। এবার আর চিন্তা নেই, সুগার ফ্রি নলেন গুড়ের এই সয়াবিনের পায়েস চাইলে চেখে দেখতে পারেন আপনিও ভাবছেন কিভাবে বাড়াবেন এই সয়াবিনের পায়েস! এক নিমেষে জেনে নিন রেসিপি।
এই পায়েস তৈরির জন্য উপকরণ লাগবে, পরিমাণ মত সয়াবিন, দুধ, নলেন গুড়(মিষ্টি), এলাচ গুঁড়ো, কাজুবাদাম ও কিসমিস, ঘি, নারিকেল কোরানো বা সুজি ব্যবহার করতে পারেন মিশ্রণটিকে ঘন করতে। এবার দেখা যাক কিভাবে তৈরি করবেন। প্রথমে সয়াবিনকে ভালভাবে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার একটি প্যানে ঘি গরম করে সেদ্ধ করা সয়াবিন গুলিকে প্যানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। চাইলে কিছুটা কাজুবাদাম ও কিসমিসও আগে ভেজে রাখতে পারেন। ভাজা হলে আলাদাভাবে সরিয়ে রাখুন।
advertisement
advertisement
এবার প্যানের মধ্যে দুধ নিয়ে সেটিকে জাল দিয়ে ঘন করতে হবে যাতে ক্ষীরের মত হয়। এবার তার সঙ্গে যোগ করতে পারেন পরিমাণ মতো নলেন গুড়(মিষ্টি)। সেদ্ধ করা সয়াবিন গুলিকে এরপর ওই ঘন দুধের মধ্যে দিয়ে মিশ্রণটিকে ভালভাবে মেশাতে হবে। যতক্ষণ না দুধ ঘন হয়ে পায়েসের রূপ নেয়। মিশ্রণটিকে আরেকটু ঘন করতে কোরানো নারকেল বা অল্প পরিমাণ সুজি যোগ করতে পারেন।
advertisement
হয়ে আসলে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন, এতে সুগন্ধের পাশাপাশি স্বাদও একেবারে অন্যরকম হবে। নামানোর আগে ভেজে রাখা কাজুবাদাম ও কিসমিস যোগ করে ভালভাবে মিশিয়ে নিলেই রেডি সোয়াবিনের পায়েস। কিছুক্ষণ ঠান্ডা করেই করুন পরিবেশন। যা খেয়ে হাত চাটবে পরিবার বা প্রিয়জনরা। বয়স্করাও অনাসেই খেতে পারেন এই কম মিষ্টির নতুন ধরনের পায়েস। তাই আর দেরি না করে এই রেসিপি ফলো করেই চটপট বানিয়ে নিন সয়াবিনের পায়েস।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Soybean Payesh: ধারেকাছে ঘেষবে না ডায়াবেটিস...! যতখুশি খান এই পায়েস! রইল চটজলদি রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement