North Dinajpur News: দুধ কিংবা নারকেল পিঠে নয়, সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ডাল পিঠে
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
North Dinajpur News: নারকেল দিয়ে পিঠে কিংবা দুধ দিয়ে পিঠে তো অনেক খেয়েছেন। এবার খেয়ে দেখুন বিহার ঝাড়খণ্ডের অতি পরিচিত এই ডাল পিঠে।
উত্তর দিনাজপুর: নারকেল দিয়ে পিঠে কিংবা দুধ দিয়ে পিঠে তো অনেক খেয়েছেন। এবার খেয়ে দেখুন বিহার ঝাড়খণ্ডের অতি পরিচিত এই ডাল পিঠে। ফুলের মতো আকৃতির এই ডাল পিঠে মুসুর ডাল কিংবা অড়হরের ডাল দিয়ে করা হয়।
কিভাবে এই ডাল পিঠে বানাবেন এ ব্যাপারে রাঁধুনি দানি গুপ্ত জানান, এই ডাল পিঠে বানাতে প্রথমে যেকোনও একটি ডাল প্রেসারে জল দিয়ে সেদ্ধ করতে বসাতে হবে। ডাল ভালভাবে সেদ্ধ হয়ে গেলে। একটি পাত্রে আটা, লবণ , ও সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে আটা ভালভাবে মেখে নিন।
advertisement
advertisement
আটা ভাল ভাবে জল দিয়ে মাখা হয়ে গেলে সেই আটা গোল গোল করে লিচি করে একটি গ্লাসের সাহায্যে কেটে নিতে হবে। বেলা আটা লেচি করে কেটে নেওয়ার পর সেই আটাটি ফুল আকৃতির মতো চার ভাজ একসঙ্গে জয়েন করে। একে একে ডিজাইন করে নিন। এরপর ডাল সেদ্ধ হয়ে গেলে সেই ডালে পিঠে গুলো ভাল ভাবে দিয়ে একটু সেদ্ধ করে নিন।
advertisement
এরপর অন্য একটি পাত্রে সর্ষের তেল গরম করে তাতে হিং ,কালোজিরা শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ , টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে ভালভাবে মশলাটি করে নিয়ে সেই মশলায় সেদ্ধ ডালটি দিয়ে দিন। পিঠের মধ্যে এই সমস্ত মশলা দিয়ে ভালভাবে কষিয়ে নিয়ে নামিয়ে নিন। গরম গরম তৈরি হয়ে যাবে ডাল পিঠে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2024 3:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Dinajpur News: দুধ কিংবা নারকেল পিঠে নয়, সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ডাল পিঠে









