Beard maintenance tips in Monsoon: বর্ষায় দাড়ি ভালো রাখতে হিমশিম, খালি চুলকোচ্ছে, এই সহজ টিপস মেনে চললেই কামাল!

Last Updated:

বর্ষার ঠান্ডা আমেজ আছে। তাই এই সময়ে নিয়মিত দাড়ি ছাঁটতে হবে। নাহলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

#কলকাতা: বর্ষা মানেই মনোরম আবহাওয়া। তীব্র দাবদাহের পর ঠান্ডা ঠান্ডা আমেজ। সুশীতল সমীরণে তৃপ্তি পায় মন, মেজাজ। তবে ঝামেলাও পোহাতে হয় বিস্তর। জমা জল, কাদা তো আছেই, এ সময় মরশুমি সংক্রমণও বাড়ে। আর তার হাত ধরেই আসে চুলকানি, একজিমা। যাঁরা দাড়ি রাখেন তাঁদের আরও জ্বালা। বড় দাড়িতে চুলকানি বাড়ে বর্ষায়। ফলে স্টাইলের দফারফা। তবে বর্ষার মরসুমে দাড়ি ভালো রাখার কয়েকটা উপায় রয়েছে। সেগুলো দেখে নেওয়া যাক।
নিয়মিত ট্রিম করতে হবে: বর্ষার ঠান্ডা আমেজ আছে। তাই এই সময়ে নিয়মিত দাড়ি ছাঁটতে হবে। নাহলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ছাঁটলে দাড়ির প্রান্তভাগ ভালো থাকে। এতে চুলকানি কম হয়। তাছাড়া নিয়মিত দাড়ি ছাঁটলে দেখতেই ভালো লাগে।
দাড়ির তেল: অনেকে মনে করেন আর্দ্র আবহাওয়ায় তেল লাগালে দাড়ি ভালো থাকবে। কিন্তু এটা ভুল ধারণা। সাধারণত দাড়ি বৃদ্ধির জন্য তেল লাগানো হয়। এটা দাড়িকে পুষ্টি যোগায় এবং হাইড্রেটেড রাখে। তাছাড়া দাড়িতে টি স্টাইল করতে চাইলে তেল দারুণ কাজে আসে।
advertisement
advertisement
সঙ্গে দাড়ি ব্রাশ বা চিরুনি রাখতে হবে: বড় দাড়িতে অনেক সময় গিঁট বা জট পড়ে যায়। জট ছাড়াতে দাড়ি ব্রাশ বা চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়া যায়। এটা করলে দাড়িকে সঠিক জায়গায় সেট করা যাবে।
advertisement
দাড়ি পরিষ্কার রাখতে হবে: শুধু বর্ষা নয়, বড় দাড়ি রাখতে চাইলে সব ঋতুতেই এটা মেনে চলতে হবে। পরিষ্কার রাখতে হবে দাড়ি। অনেক সময় তেল বা সিবাম দাড়ির নিচের ত্বকে আটকে যায়। এভাবে বেশিক্ষণ থাকলে চুলকানি, ফুসকুড়ি এমনকী ব্রণ হওয়ার সম্ভাবনা বাড়ে। এজন্য নিয়ম করে দাড়ি পরিষ্কার করতে হবে। দাড়ি পরিষ্কারের জন্য বাজারে বিশেষ কিছু পণ্য বিক্রি হয়। সেগুলো ব্যবহার করা যায়। ময়লা, তেল, জীবাণু, দূষণ ও মৃত ত্বক দূর করতে প্রতিদিন মুখ ও দাড়ি ধোয়া গুরুত্বপূর্ণ।
advertisement
দাড়ি শুকনো রাখতে হবে: মন রাখতে হবে, দাড়ি পরিষ্কারের পর তোয়ালে দিয়ে ঘষে মোছা চলবে না। ড্রায়ারও নৈব নৈব চ। শুকোতে হবে প্রাকৃতিক ভাবে। তবে শুকোতেই হবে। ভেজা দাড়ির চুল বিশেষ করে বর্ষাকালে ভারি মন হয়। তাছাড়া ভেজা থাকলে দাড়ির নিচের ত্বকেও বাতাস পৌঁছতে পারে না। এর ফলে ত্বক এবং লোমকূপে ব্রণ এবং সংক্রমণের ঝুঁকি থাকে।
advertisement
সঠিক ডায়েট: একটা ভাল ডায়েট চুলের ফলিকলগুলিকে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। যা দাড়ির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beard maintenance tips in Monsoon: বর্ষায় দাড়ি ভালো রাখতে হিমশিম, খালি চুলকোচ্ছে, এই সহজ টিপস মেনে চললেই কামাল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement