How to Get Six Packs: পর্দার নায়কদের মতো সিক্স প্যাক! শুধু করতে হবে এই ৪ ব্যায়াম, তাতেই বাজিমাত

Last Updated:

How to Get Six Packs: এক প্রকার ভুলে যেতে হবে তেল যুক্ত সুস্বাদু ফাস্ট ফুড। মাপা ডায়েট এবং কিছু নির্দিষ্ট ওয়ার্ক আউট আর ধারাবাহিকতা বজায় রাখলেই সময়ের সঙ্গে তৈরি হবে স্বপ্নের সিক্স প্যাকস।

+
সুদৃশ্য

সুদৃশ্য সিক্স প্যাকস

বাঁকুড়া: প্রত্যেক পুরুষেরই স্বপ্ন একটি সুন্দর পেশিবহুল চেহারা এবং সিক্স প্যাক। তবে জানেন কি, ঘরে বসেই মাত্র তিন থেকে চারটি এক্সারসাইজ করলেই পেতে পারেন ভাল ফল? ফিটনেসের জামানায় এখন প্রত্যেক পুরুষেরই স্বপ্ন সিক্স প্যাকস। সিনেমায় নায়কের সিক্স প্যক দেখে পাগল হয়ে যাচ্ছেন নায়িকা। এই ছবি আমরা প্রত্যেকেই দেখেছেন। তবে রিল ছাড়াও রিয়েল লাইফেও সিক্স প্যাকসের বিরাট জনপ্রিয়তা।
সিক্স প্যাকস তৈরি করা অত্যন্ত পরিশ্রমের কাজ। নির্দিষ্ট ব্যায়াম কিংবা ওয়ার্ক আউট ছাড়াও জীবনযাপন হতে হবে সুশৃঙ্খল। এক প্রকার ভুলে যেতে হবে তেল যুক্ত সুস্বাদু ফাস্ট ফুড। মাপা ডায়েট এবং কিছু নির্দিষ্ট ওয়ার্ক আউট আর ধারাবাহিকতা বজায় রাখলেই সময়ের সঙ্গে তৈরি হবে স্বপ্নের সিক্স প্যাকস, এমনটাই বললেন বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় ড্রাগনস জিমের ট্রেনার তাপস দেঘরিয়া। তিনি বলেন, “ক্রাঞ্চেস বা সিট আপ, লেগ রাইস, লেগ আপ ডাউন এবং লেগ ক্রস এবং প্ল্যাঙ্ক। এই ব্যায়াম গুলি আপনার বাড়িতে মাদুর পেতে কিংবা যোগা মাদুর ব্যবহার করে প্রতিটি ব্যায়াম ২০ থেকে ২৫ বার করতে হবে। এই রকম ভাবে তিন থেকে চারটি সেট রোজ করা প্রয়োজন।”
advertisement
advertisement
অতিরক্ত খাবার শরীরের বেশ কিছু নির্দিষ্ট অংশে তাড়াতাড়ি জমে যায়। এই জায়গা গুলির অন্যতম পেট। খাওয়া দাওয়ার অনিয়ম হলেই ভুড়ি দেখা যায়। সেই কারণেই সুদৃশ্য সিক্স প্যাক্স তৈরি তৈরি করতে চাইলে কার্বোহাইড্রেট পরিমাণ মতোই খেতে হবে। এছাড়াও বেশি করে খেতে হবে প্রোটিন এবং ভাল ফ্যাট। ট্রেনার তাপস দেঘরীয়া জানান,\”ডায়েট হল সব থেকে গুরুত্বপূর্ণ। শরীরের ওজন বুঝে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে প্রোটিনজাত খাবার বেশি করে খেতে হবে। ডায়েটের সঙ্গে ব্যায়াম করলেই পাওয়া যাবে সুদৃশ্য সিক্স প্যাক।”
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
How to Get Six Packs: পর্দার নায়কদের মতো সিক্স প্যাক! শুধু করতে হবে এই ৪ ব্যায়াম, তাতেই বাজিমাত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement