পাউট হবে পুজো পারফেক্ট! এইভাবে লিপস্টিক পরলে আপনিও ওমব্রে লিপে সকলের নজর কাড়বেন

Last Updated:

এবার পুজোয় কীভাবে সহজে ওমব্রে লিপে মোহময়ী হয়ে ওঠা যায়, জেনে নেওয়া যাক।

#নয়াদিল্লি: মেকআপ করতে কম-বেশি প্রায় সব মহিলাই পছন্দ করেন। তবে মেকআপের অন্যান্য সাজ যা-ই থাকুক না কেন, পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক না পড়লে যেন সাজ সম্পূর্ণ হয় না। বিভিন্ন সময়ে মেকআপের যেমন ট্রেন্ড এসেছে তেমনই বাজারচলতি মেকআপ প্রোডাক্টও এসেছে৷ সম্প্রতি সেই মেকআপের আর একটি সংযোজন হল ওমব্রে লিপ। যা আজকাল বেশ প্রচলিত। আসলে ওমব্রে স্টাইলে ঠোঁটে মেকআপের মাধ্যমে এক মায়াবী লুক তৈরি করা হয়। এবার পুজোয় কীভাবে সহজে ওমব্রে লিপে মোহময়ী হয়ে ওঠা যায়, জেনে নেওয়া যাক।
কেন ওমব্রে লিপ মেকআপ করা হয়
যে সকল মহিলার ঠোঁট ছোট বা পাতলা, বেশিরভাগ সময়ে তাঁরাই ওমব্রে লিপ করতে পছন্দ করেন। মেকআপের মাধ্যমে ওমব্রে লিপ করলে মোহময়ী দেখতে লাগে। যার ফলে ঠোঁট অনেক বেশি পাউটে ভরা দেখতে লাগে। আবার অনেক মহিলারাই শুধুমাত্র একটি ঠোঁটে এই স্টাইল করেন। আসলে অনেক মহিলার শুধুমাত্র উপরে কিংবা নিচের ঠোঁটের আকার ছোট হয়, তাই তাঁরা যে কোনও একটি ঠোঁটে ওমব্রে লিপ স্টাইল করেন।
advertisement
advertisement
কীভাবে ওমব্রে লিপ করা যায়
প্রথমে লিপ লাইনারের সাহায্যে ঠোঁটে আউটলাইন করতে হবে। যার জন্য কোনও ডার্ক কালারের লিপ পেনসিল ব্যবহার করা যায়। আউটলাইন করার পরে সেটি ভেতরের দিকে ব্লেন্ড করতে হবে। সেক্ষেত্রে ভালভাবে ব্লেন্ড করার জন্যে লিপস্টিক ব্রাশ ব্যবহার করলে সুবিধে হবে। তারপর আঙুল দিয়ে ঠোঁটের রঙ ফের একবার ব্লেন্ড করে নিতে হবে, যাতে অতিরিক্ত রঙ না থাকে এবং দেখতে আরও নিঁখুত লাগে। এরপর নুড রঙের লিপস্টিক ঠোঁটের মাঝখানে লাগাতে হবে এবং সেটিও আঙুল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এর ফলে সবকটি রঙ ভাল ভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং অতিরিক্ত লিপস্টিক লেগে থাকবে না। ব্যাপারটা নিঁখুত করতে শেষে লিপগ্লস ব্যবহার করা যায়। তবে উপরের ও নিচের দুটি ঠোঁটেই যেন মেকআপ একই রকম স্মুদ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পাউট হবে পুজো পারফেক্ট! এইভাবে লিপস্টিক পরলে আপনিও ওমব্রে লিপে সকলের নজর কাড়বেন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement