লাগবে না মই-চেয়ার, একটি প্লাস্টিক বোতলেই পরিষ্কার হবে নোংরা সিলিং ফ্যান, কীভাবে? জানুন বিস্তারিত

Last Updated:

Ceiling Fan Cleaning Hacks: এই প্রতিবেদনে এমন একটি পদ্ধতির কথা বলা হয়েছে যেটা দিয়ে দিয়ে খুব সহজেই চকচকে পরিষ্কার করা যাবে সিলিং ফ্যান। আর তার জন্য লাগবে কেবল একটি মাত্র প্লাস্টিকের বোতল।

Ceiling Fan Cleaning Hacks
Ceiling Fan Cleaning Hacks
কলকাতা: বাড়ির সিলিং ফ্যান পরিষ্কার করা নিয়ে সব বাড়িতেই কম বেশি সমস্যা হয়ে থাকে। কারণ হাতের নাগালে ফ্যান না থাকায় নয় মই, নয় টুল-চেয়ারের দরকার পরে। তারপরও ঠিক করে নাগাল পাওয়া যায় না। ফলে সঠিক ভাবে ফ্যান পরিষ্কারও করা যায় না। যার ফলে ফ্যানের শো যেমন নষ্ট হয়, তেমন দীর্ঘ দিন ময়লা জমলে হাওয়ার গতিও কমে যায়।
তবে এই প্রতিবেদনে এমন একটি পদ্ধতির কথা বলা হয়েছে যেটা দিয়ে দিয়ে খুব সহজেই চকচকে পরিষ্কার করা যাবে সিলিং ফ্যান। আর তার জন্য লাগবে কেবল একটি মাত্র প্লাস্টিকের বোতল। কী জেনে অবাক হলেন? ভাবছেন কী করে একটি প্লাস্টিক বোতল দিয়ে ফ্যান পরিষ্কার করা সম্ভব? অবাক হলেও সত্যি। তাহলে চলুন জানা যাক কীভাবে প্লাস্টিক বোতল দিয়ে ফ্যান পরিষ্কার করা যায়।
advertisement
প্রথমে একটি বড় সাইজের প্লাস্টিক বোতল নিতে হবে। তার পেটের দিকে উপর নীচ করে তিন আঙুল মাপ নিয়ে ডিজাইন করতে হবে। এবার সেই মাপ নেওয়া অংশ দুই দিক থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ছোট একটি প্লাস্টিকের খালি বোতল নিয়ে কেটে শুধু মুখের দিকটি কেটে বড় বোতলটির মধ্যে কায়দা করে ঢুকাতে হবে। তারপর দুটি সুতির কাপড় বোতলের কাটা জায়গায় ঘুড়িয়ে লাগিয়ে দিতে হবে এবং দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। পুরো বিষয়টি বোঝার জন্য একটি ভিডিও প্রতিবেদনে দেওয়া হল।
advertisement
advertisement
এরপর ছোট বোতলটির ছিপি খুলে সেই জায়গায় লাগাতে হবে পর্দার স্ট্যান্ড বা লাঠি। যা সকলের বাড়িতেই পাওয়া যায়। তৈরি আপনার ফ্যান পরিষ্কারের হাতে বানানো জিনিস। এবার লাঠিটিকে ধরে ফ্যানের একটি করে ব্লেড বোতলের কাটা জায়গা দিয়ে প্রবেশ করাতে হবে। আর উপর নীচে কাপড় থাকায় লাঠিটিকে কয়েক বার ব্লেডের এপার থেকে ওপার আপ-ডাউন করলেই দেখবেন ফ্যানের ময়লা সব উঠে যাচ্ছে।
advertisement
এভাবে ফ্যানের প্রতিটি ব্লেড পরিষ্কার করে নিন। আর শেষে মাঝের অংশটি বোতলের উপর দিকে যে কাপড় থাকবে তা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। এভাবে সহজেই না মই, না টুল-চেয়ার লাগবে, সহজে আপনি নিজেই ঘরের ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লাগবে না মই-চেয়ার, একটি প্লাস্টিক বোতলেই পরিষ্কার হবে নোংরা সিলিং ফ্যান, কীভাবে? জানুন বিস্তারিত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement