Lifetyle: মেয়েদের কী শুঁকলে 'উত্তেজনা' কমে যায় পুরুষদের? গবেষণায় চমকে দেওয়া রিপোর্ট

Last Updated:
Smell of a woman tears can reduce aggression in men: কোনও কারণে পুরুষরা খুব উত্তজিত হয়ে গেলে কী করলে নিমিষে ঠান্ডা করা যায়? এর জন্য নানা উপায় রয়েছে। কিন্তু কখনও শুনেছেন মেয়েদের শরীর কোন জিনিস শুঁকলে উত্তেজনার মুহূর্তে ঠান্ডা হয়ে যায় পুরুষরা।
1/7
প্রতিনিয়ত উন্নত হচ্ছে বিজ্ঞান। বাড়ছে নানা জিনিস, নানা বিষয় নিয়ে গবেষণা। সেই সকল গবেষণা থেকে উঠে আসছে অজানা তথ্য। যা অবাক করে দেওয়ার মত। এই প্রতিবেদনে তুলে ধরে হল তেমনই একটি গবেষণা। (প্রতীকী ছবি)
প্রতিনিয়ত উন্নত হচ্ছে বিজ্ঞান। বাড়ছে নানা জিনিস, নানা বিষয় নিয়ে গবেষণা। সেই সকল গবেষণা থেকে উঠে আসছে অজানা তথ্য। যা অবাক করে দেওয়ার মত। এই প্রতিবেদনে তুলে ধরে হল তেমনই একটি গবেষণা। (প্রতীকী ছবি)
advertisement
2/7
কোনও কারণে পুরুষরা খুব উত্তজিত হয়ে গেলে কী করলে নিমিষে ঠান্ডা করা যায়? এর জন্য নানা উপায় রয়েছে। কিন্তু কখনও শুনেছেন মেয়েদের শরীর কোন জিনিস শুঁকলে উত্তেজনার মুহূর্তে ঠান্ডা হয়ে যায় পুরুষরা। (প্রতীকী ছবি)
কোনও কারণে পুরুষরা খুব উত্তজিত হয়ে গেলে কী করলে নিমিষে ঠান্ডা করা যায়? এর জন্য নানা উপায় রয়েছে। কিন্তু কখনও শুনেছেন মেয়েদের শরীর কোন জিনিস শুঁকলে উত্তেজনার মুহূর্তে ঠান্ডা হয়ে যায় পুরুষরা। (প্রতীকী ছবি)
advertisement
3/7
এলওএস বায়োলজি (PLOS Biology)-র গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট। 'দ্য গার্ডিয়ানের' প্রতিবেদন অনুযায়ী, গবেষণা বলছে, নারীর অশ্রুর ঘ্রাণ পুরুষের আগ্রাসী মনোভাবকে অনেকটা শান্ত করে দিতে পারে। পুরুষের আগ্রাসী মনোভাব অন্তত ৪৪ শতাংশ কমে আসে মেয়েদের চোখের জল শুঁকলে। (প্রতীকী ছবি)
এলওএস বায়োলজি (PLOS Biology)-র গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর রিপোর্ট। 'দ্য গার্ডিয়ানের' প্রতিবেদন অনুযায়ী, গবেষণা বলছে, নারীর অশ্রুর ঘ্রাণ পুরুষের আগ্রাসী মনোভাবকে অনেকটা শান্ত করে দিতে পারে। পুরুষের আগ্রাসী মনোভাব অন্তত ৪৪ শতাংশ কমে আসে মেয়েদের চোখের জল শুঁকলে। (প্রতীকী ছবি)
advertisement
4/7
গবেষণার জন্য ৬ জন মহিলার চোখের জল সংগ্রহ করা হয়। তাদের পুরুষ সঙ্গীদের ভিডিও গেম খেলতে দেওয়া। ভিডিও গেম খেলার সময় স্ক্যানার দিয়ে তাঁদের মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করা হয়। তাতে গবেষকরা বুঝতে পারেন গেম খেলতে খেলতে তারা কখন উত্তেজিত হয়ে উঠছেন। (প্রতীকী ছবি)
গবেষণার জন্য ৬ জন মহিলার চোখের জল সংগ্রহ করা হয়। তাদের পুরুষ সঙ্গীদের ভিডিও গেম খেলতে দেওয়া। ভিডিও গেম খেলার সময় স্ক্যানার দিয়ে তাঁদের মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করা হয়। তাতে গবেষকরা বুঝতে পারেন গেম খেলতে খেলতে তারা কখন উত্তেজিত হয়ে উঠছেন। (প্রতীকী ছবি)
advertisement
5/7
গেম খেলার উত্তেজনার মুহূর্তে ওই ৬ পুরুষ সঙ্গীকে তাদের সঙ্গীর চোখর জলের গ্রাণ শুঁকতে দেওয়া হয়। গবেষণায় দেখা গিয়েছে, চোখের জলের গ্রাণ শুঁকতেই পুরুষদের আগ্রাসী আচরণ ৪৩.৭ শতাংশ কমে গিয়েছে! (প্রতীকী ছবি)
গেম খেলার উত্তেজনার মুহূর্তে ওই ৬ পুরুষ সঙ্গীকে তাদের সঙ্গীর চোখর জলের গ্রাণ শুঁকতে দেওয়া হয়। গবেষণায় দেখা গিয়েছে, চোখের জলের গ্রাণ শুঁকতেই পুরুষদের আগ্রাসী আচরণ ৪৩.৭ শতাংশ কমে গিয়েছে! (প্রতীকী ছবি)
advertisement
6/7
সঙ্গিনীদের কান্নার ঘ্রাণ পেয়ে গবেষণায় অংশ নেওয়া পুরুষদের আগ্রাসী আচরণ ৪৩.৭ শতাংশ কমে গিয়েছে! ব্রেন ইমেজিং পরীক্ষায় দেখা যায়, কান্নার গন্ধ পেয়ে আগ্রাসী মনোভাবের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি তার কার্যকলাপের মাত্রা কমিয়ে দিয়েছে। (প্রতীকী ছবি)
সঙ্গিনীদের কান্নার ঘ্রাণ পেয়ে গবেষণায় অংশ নেওয়া পুরুষদের আগ্রাসী আচরণ ৪৩.৭ শতাংশ কমে গিয়েছে! ব্রেন ইমেজিং পরীক্ষায় দেখা যায়, কান্নার গন্ধ পেয়ে আগ্রাসী মনোভাবের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি তার কার্যকলাপের মাত্রা কমিয়ে দিয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
7/7
গবেষণাপত্রের প্রধান লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের 'ওয়াইজম্যানস ব্রেন সায়েন্সেস' বিভাগের বিজ্ঞানী নোয়াম সোবেল বলেন, 'অশ্রু মস্তিষ্কের ঘ্রাণজনিত রিসেপ্টরগুলোকে সক্রিয় করে তোলে আর আগ্রাসন-সম্পর্কিত অংশটিকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে, অশ্রুতে আগ্রাসী আচরণ উল্লেখযোগ্য ভাবে কমে'। (প্রতীকী ছবি)
গবেষণাপত্রের প্রধান লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের 'ওয়াইজম্যানস ব্রেন সায়েন্সেস' বিভাগের বিজ্ঞানী নোয়াম সোবেল বলেন, 'অশ্রু মস্তিষ্কের ঘ্রাণজনিত রিসেপ্টরগুলোকে সক্রিয় করে তোলে আর আগ্রাসন-সম্পর্কিত অংশটিকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে, অশ্রুতে আগ্রাসী আচরণ উল্লেখযোগ্য ভাবে কমে'। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement