Success Story: অভাব পেরিয়ে পাহাড় পাড়ি! সাইকেল চালিয়ে অন্নপূর্ণা পর্বতের বেসক্যাম্প জয় ১৭ বছরের কিশোরীর
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: মাত্র ১৭ বছর বয়সে সাইকেল নিয়ে দুর্গম পর্বত জয় করে গোটা বিশ্বের মধ্যে সবথেকে কম বয়সি সাইক্লিস্টের খেতাব অর্জন করেছে ঐন্দ্রিলা
রাহী হালদার, হুগলি: নিত্য অভাবের মধ্যেও দু’ চাকায় পাহাড় ভাঙার স্বপ্ন দেখেছিল ১৭ বছর মেয়েটা। সেই স্বপ্নই সফল করল হুগলির তারকেশ্বরের মেয়ে ঐন্দ্রিলা আঢ্য। সবথেকে কম বয়সি সাইক্লিস্ট হিসেবে নেপালে অন্নপূর্ণা বেসক্যাম্প জয় করে ফিরেছে তারকেশ্বরের ঐন্দ্রিলা। মাত্র ১৭ বছর বয়সে সাইকেল নিয়ে দুর্গম পর্বত জয় করে গোটা বিশ্বের মধ্যে সবথেকে কম বয়সি সাইক্লিস্টের খেতাব অর্জন করেছে ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলার বাড়ি তারকেশ্বর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়। এ বছর তারকেশ্বর মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ঐন্দ্রিলা। বিশ্বের প্রথম কনিষ্ঠতম মহিলা সাইক্লিস্ট হিসাবে দুটি বেসক্যাম্প জয়ের রেকর্ড গড়েছে ঐন্দ্রিলা। অন্নপূর্ণা বেস ক্যাম্পের উচ্চতা ৪১৩০ মিটার।
গত ২২ মার্চ তারকেশ্বর থেকে সাইকেল নিয়ে অন্নপূর্ণা বেসক্যাম্প জয়ের উদ্দেশে রওনা হন ঐন্দ্রিলা। গত ১৭ এপ্রিল প্রথমে মাউন্ট মাচাপুছারে বেসক্যাম্প জয় এবং পর দিন ১৮ এপ্রিল অন্নপূর্ণা বেসক্যাম্প জয় করে ঐন্দ্রিলা। দু’টি বেস ক্যাম্প জয় করে ৫ মে রাত আটটা নাগাদ তারকেশ্বরে পৌঁছে প্রথমেই সপরিবার তারকেশ্বর মন্দির দর্শন করেন ঐন্দ্রিলা। এর পরই এলাকার বাসিন্দারা ফুলের মালা পরিয়ে শুভেচ্ছায় ভরিয়ে দেন ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলার এই বিশ্বরেকর্ডে খুশি তার পরিবার ও তারকেশ্বরবাসী।
advertisement
advertisement
আরও পড়ুন : আটা মাখার সময় এই ৩ রকম গুঁড়ো দিন জাস্ট ১ চামচ! রুটি খেলেই ছুটে পালাবে গ্যাস-অম্বল-পেট ফাঁপা-চোঁয়া ঢেকুর! কমবে ডায়াবেটিসও
নারী সুরক্ষার বার্তা নিয়ে এই যাত্রা শুরু করেছিল ঐন্দ্রিলা। যাত্রা শেষ করে এসে সে জানায়, মেয়েরা একা বাইরে বেরিয়ে যাতে সুরক্ষিত থাকে, সেই বার্তা সে দিতে চেয়েছেন সমাজকে। এবং আরও বলে যে এটা আগামী দিনে আরও বড় বড় রেকর্ড তৈরি করার সূত্রপাত। একইসঙ্গে পুরনো রেকর্ড ভাঙার প্রচেষ্টাও জারি থাকবে তাঁর।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 8:52 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: অভাব পেরিয়ে পাহাড় পাড়ি! সাইকেল চালিয়ে অন্নপূর্ণা পর্বতের বেসক্যাম্প জয় ১৭ বছরের কিশোরীর