Skin Care Tips: চিকেন পক্সের দাগ ত্বকে রয়ে গিয়েছে? 'এই' ওষুধেই হবে সমাধান! দেখে নিন এক নজরে

Last Updated:

Skin Care Tips: হোমিওপ্যাথিক চিকিৎসায় চিকেন পক্স ভাল হয়ে যেতে পারে। এই রোগ কীভাবে হয়, কোন বয়সে বেশি সংক্রমণের সম্ভাবনা, দেখে নেওয়া যাক এক নজরে।

চিকেন পক্স বা গুটি বসন্তের প্রাদুর্ভাব বাড়ছে। সাধারণত স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, পরিচ্ছন্ন জীবনযাপন আর সঠিক চিকিৎসাতেই সেরে ওঠা সম্ভব। সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসায় চিকেন পক্স ভাল হয়ে যেতে পারে। এই রোগ কীভাবে হয়, কোন বয়সে বেশি সংক্রমণের সম্ভাবনা, দেখে নেওয়া যাক এক নজরে।
সংক্রামক রোগ
চিকিৎসকরা বলেন, গুটি বসন্ত বা চিকেন পক্স খুবই সংক্রামক রোগ। ভেরিসেলা জোস্টার নামক ভাইরাস সংক্রমণের কারণেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আক্রান্ত ব্যক্তির ড্রপলেট থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। রোগীর শরীরে যে ফোস্কা পড়ে, তার সংস্পর্শ থেকেও রোগ ছড়াতে পারে।
দুই সপ্তাহ পর উপসর্গ
সাধারণত ভেরিসেলা জোস্টার সংক্রমণের দুই সপ্তাহ পর থেকে চিকেন পক্সের লক্ষণ দেখা দিতে শুরু করে। জ্বর, মাথা এবং সারা শরীর ব্যথা হয়, ত্বকের উপর ছোট ছোট ফোস্কা এর প্রাথমিক উপসর্গ।
advertisement
advertisement
গ্রীষ্মকালে অতি আর্দ্রতার কারণে এই ভাইরাসের বৃদ্ধি বেশি হয়। আক্রান্তকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে রাখাই নিয়ম। নিম পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, রোগীর বিছানায় তা রাখা যেতে পারে।
advertisement
সাধারণত শরীরে ফোস্কা বের হওয়ার ৩-৪ দিন পর থেকেই তা ফেটে যায়। তখন রোগী সুস্থ হতে শুরু করেন। কিন্তু যদি অন্য কোনও জটিলতা তৈরি হয়, যেমন ফুসকুড়ি বৃদ্ধি, চোখ পাশে বা চোখের ভিতরে সংক্রমণ হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে।
পরিত্রাণের উপায়
রোগাক্রান্ত হওয়ার পাঁচ দিন পর থেকেই সুস্থ হতে শুরু করেন রোগী। এসময় শরীরে চুলকানি হতে পারে। তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীরে ফোস্কা থেকে যে দাগ হয়, তা সারিয়ে তুলতেও কিছু ওষুধ ব্যবহার করা হয়। হোমিওপ্যাথি চিকিৎসায় এমন কিছু ওষুধ রয়েছে, যা দেড় থেকে দুই মাসের মধ্যে ত্বকের দাগ সারিয়ে তুলতে পারে। প্রত্যেকেরই প্রতিরোধী ব্যবস্থা হিসেবে চিকেন পক্সের টিকা নেওয়া উচিত। এই ভ্যাকসিন সর্বত্র পাওয়া যায়। শিশু জন্মের পর তৃতীয় মাসে প্রথম টিকা এবং দ্বিতীয়টি ষষ্ঠ মাসের পর দেওয়া হয়।
advertisement
মনে রাখতে হবে
– বয়স্কদের পাশাপাশি ৪ থেকে ৮ বছরের শিশুদের চিকেন পক্স হতে পারে।
– উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা করা যেতে পারে।
– সতর্কতা হিসেবে সকাল-সন্ধ্যা দুই দিন ভেরিওলিনাম ওষুধ খেলে সারা বছর চিকেন পক্স হয় না।
– চিকেন পক্সের সময় সাধারণ খাবার, প্রচুর জল, বার্লি ইত্যাদি খাওয়া ভাল। টক ফলের রস এবং আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care Tips: চিকেন পক্সের দাগ ত্বকে রয়ে গিয়েছে? 'এই' ওষুধেই হবে সমাধান! দেখে নিন এক নজরে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement