ছোট-বড় সকলেই পিৎজা খেতে ভালোবাসে। যে কোনও অনুষ্ঠানে, উৎসবে বা পার্টিতে পিৎজা থাকলে তো কোনও কথাই নেই। তবে সব সময় বাইরে থেকে পিৎজা খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এদিকে আবার পিৎজা খাওয়ার জন্য বাচ্চারা হামেশাই বায়না করে থাকে। ফলে যদি পিৎজা বাড়িতেই বানানো যায়, তাহলে তো সোনায় সোহাগা। স্বাস্থ্যকর উপাদান দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যেতে পারে বান পিৎজা। এর জন্য বার্গার বান অথবা সাধারণ বান নিতে হবে। আর লাগবে পিৎজা সস। তাহলে জেনে নেওয়া যাক, বাড়িতেই পিৎজা তৈরির প্রক্রিয়া।
আরও পড়ুন: ভারতে মারকাটারি জনপ্রিয় এই ৫ খাবার বিদেশে নিষিদ্ধ! তালিকা দেখলে চোখ কপালে উঠবে!৪ বান স্লাইস
২ টেবিল-চামচ মিহি করে কাটা টম্যাটো
২ টেবিল-চামচ মিহি করে কাটা ক্যাপসিকাম
২ টেবিল-চামচ মিহি করে কাটা পেঁয়াজ
১ টেবিল চামচ সেদ্ধ করা কর্ন
৩ টেবিল-চামচ মোৎজারেলা চিজ
৩-৪টি চিজ স্লাইস
লবণ পরিমাণ মতো
চিলি ফ্লেক্স
ওরিগ্যানো
আধ টেবিল-চামচ পিৎজা সস
আরও পড়ুন: সামনেই ভালবাসার সপ্তাহ, কোন দিনের কী বিশেষত্ব জানেন? কবে কোন দিন পড়েছে জেনে নিননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pizza