১) শিঙাড়া - নাম শুনেই চমকে যাচ্ছেন তো? আমাদের ভারতীয়দের কাছে ভীষণ পরিচিত একটি খাবার হল শিঙাড়া । বাঙালির প্রিয় সান্ধ্য স্ন্যাক্স এটি। বিশেষ করে বাঙালি রবিবার মানেই শিঙাড়া জিলিপি দিয়ে জল খাবার খাওয়া রীতি কিন্তু এখনো রয়েছে, কিন্তু আপনি কি জানেন বিদেশের মাটিতে বহু জায়গায় সিঙ্গারা আপনি একেবারেই পাবেন না।