সামনেই ভালবাসার সপ্তাহ, কোন দিনের কী বিশেষত্ব জানেন? কবে কোন দিন পড়েছে জেনে নিন
- Published by:Anulekha Kar
Last Updated:
যারা প্রেমের দিনগুলো একটু অন্যভাবে কাটাতে চাইছেন তাদের তো জানতেই হবে যে কোন দিন কী পড়েছে? ভালবাসার মানুষকে চকলেট দেবেন কবে? বা টেডি দেবেন কবে?
সামনেই ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার সপ্তাহ। সঙ্গীকে নিয়ে প্ল্যান করে রেখছেন অনেকেই। এই সপ্তাহটির জন্য অধীর আগ্রহে বসে আছেন বহু প্রেমিক-প্রেমিকা। সাড়া বছরে তো মাত্র একটা সপ্তাহই প্রেমের জন্য তোলা থাকে। অবশ্য ভালবাসার কোনও বিশেষ দিন হয় না এমনও মনে করেন অনেকে। তবে যারা প্রেমের দিনগুলো একটু অন্যভাবে কাটাতে চাইছেন তাদের তো জানতেই হবে যে কোন দিন কী পড়েছে? ভালবাসার মানুষকে চকলেট দেবেন কবে? বা টেডি দেবেন কবে?
আসুন জেনে নেওয়া যাক ভালবাসার সপ্তাহে বিশেষ দিনগুলি কবে পড়েছে-
৭ ফেব্রুয়ারি- এই দিন ভালবাসার মানুষকে গোলাপ দিতে পারেন। কারণ ৭ তারিখ রোজ ডে।
advertisement
৮ ফেব্রুয়ারি- যারা এখনও ভালবাসার মানুষকে মনের কথা বলে উঠতে পারেননি তারা মনের কথা বলার জন্য বেছে নিতে পারেন এই দিনটিকে। কারণ ৮ তারিখ প্রোপোজ ডে। তাই দেরি না করে ওই দিনই মনের মানুষকে নিজের অনুভূতির কথা জানিয়ে দিতে পারেন।
advertisement
৯ ফেব্রুয়ারি- ভালবাসার মানুষ যদি প্রেমে সায় দেয় তবে তাকে দিতে পারেন এক বাক্স চকোলেট। কারণ এই দিন চকোলেট ডে।
১০ ফেব্রুয়ারি- এইদিন টেডি ডে। ভালবাসর মানুষকে দিয়ে ফেলুন পছন্দের টেডি।
১১ ফেব্রুয়ারি- সঙ্গীকে কিছু প্রমিস করার থাকলে অবশ্যই এই বিশেষ দিনটিকে বেছে নিতে পারেন কারণ এই দিন প্রমিস ডে।
advertisement
১২ ফেব্রুয়ারি- ভালবাসার মানুষকে আলিঙ্গন করতে কে নায় চায়! কিন্তু জানেন কী এই আলিঙ্গনেরও একটি বিশেষ দিন আছে। ১২ তারিখ হাগ ডে বা আলিঙ্গনের দিন।
১৩ ফেব্রুয়ারি- ১৩ ফেব্রুয়ারি চুম্বনের দিন। মনের মানুষকে চুম্বন করতে হলে এই দিনই বেছে নিতে ়পারেন। ১৩ তারিখ কিস ডে।
advertisement
১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইনস ডে। এ দিন ভালবাসার দিন।
এই বিশেষ সপ্তাহটি বাদ দিয়ে রয়েছে অ্যান্টি ভ্যালেন্টাইনস উইক।
১৫ ফেব্রুয়ারি- স্ল্যাপ ডে।
১৬ ফেব্রুয়ারি- কিক ডে
১৭ ফেব্রুয়ারি- পারফিউম ডে
১৮ ফেব্রুয়ারি- ফ্লার্ট ডে
১৯ ফেব্রুয়ারি- কনফেশন ডে
advertisement
২০ ফেব্রুয়ারি- মিসিং ডে
২১ ফেব্রুয়ারি- ব্রেকাপ ডে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 3:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সামনেই ভালবাসার সপ্তাহ, কোন দিনের কী বিশেষত্ব জানেন? কবে কোন দিন পড়েছে জেনে নিন