হোম /খবর /লাইফস্টাইল /
ত্বকের দাগ-ছোপে নাজেহাল? সুন্দর ও আকর্ষণীয় ত্বক পাবেন সহজেই, জেনে নিন

ত্বকের দাগ-ছোপে নাজেহাল? সুন্দর ও আকর্ষণীয় ত্বক পাবেন সহজেই, জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু, ত্বকে কালো দাগ দেখা দিলে তা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না।

  • Share this:

পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু, ত্বকে কালো দাগ দেখা দিলে তা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। ত্বকে কালো দাগ হওয়ার অনেক কারণ হতে পারে। যেমন  সূর্যের আলো, ধুলোবালির প্রভাবে বা হরমোনের ভারসাম্যহীনতার কারণেও পিগমেন্টেশন দেখা দিতে পারে। তবে কিছু ঘরোয়া উপায় মানলে সহজেই ত্বকের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক ত্বকের পিগমেন্টেশন কীভাবে দূর করবেন-

লেবু ও দই- মুখের কালো দাগ দূর করতে লেবু ও দইয়ের ফেস মাস্ক লাগাতে পারেন। এই ফেসপ্যাকটি তৈরি করতে ২ চামচ দইয়ের সঙ্গে এক চামচ লেবুর রস মেশাতে পারেন। এই ফেসপ্যাকটি ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকে ব্লিচের মতো কাজ করবে, এবং মুখের কালো দাগ ছোপ সহজেই দূর করবে।

আরও পড়ুন: ছেলেদের এই অভ্যাস মেয়েরা একদমই পছন্দ করেন না, সম্পর্ক ভাল রাখতে মেনে চলুন এই টিপস

টমেটো- ত্বকের কালো দাগ দূর করতে  টমেটো নিয়ে পিষে নিয়ে মুখে লাগাতে পারেন। মুখে টমেটোর পাল্প ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে। এই ফেসমাস্ক মুখের কালো দাগ সহজেই দূর করবে।

আরও পড়ুন: নিমেষেই মিলবে গোলাপি আভা! উজ্জ্বল ও চকচকে ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান

 মধু ও হলুদ-  ১ চামচ মধুতে ২ চিমটি হলুদ মিশিয়ে নিতে হবে। মধু ও হলুদ মিশিয়ে মুখে লাগাতে হবে এবং ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। মধু ও হলুদের গুণে ত্বকও হয়ে উঠবে কোমল । মুখের কালো দাগ দূর করতে আলু প্রাকৃতিক ব্লিচ হিসাবে প্রয়োগ করা যেতে পারে।

আলুর রস- আলুকে পাতলা করে কেটে মুখে ঘষতে হবে অথবা তুলোর মধ্যে আলুর রস নিয়ে মুখে লাগানো যেতে পারে। এতে সহজেই মুখের দাগ ছোপ দূর করা যাবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

Published by:Anulekha Kar
First published:

Tags: Pigmentation, Skin Care