Home Decor Tips: বাড়ির মেঝেয় ল্যামিনেট ফ্লোরিং করানোর কথা ভাবছেন? তাহলে এই তথ্যগুলো জেনে রাখা ভাল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
সব রকমের ফ্লোরিং-এর মতো ল্যামিনেট ফ্লোরেরও কিছু সুবিধা ও অসুবিধা আছে। তাই বাড়িতে এই জাতীয় ফ্লোর করার আগে সেগুলো জেনে রাখা ভাল।
ঘর সাজানো বা নতুন বাড়ি সাজিয়ে তোলা একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হল বাড়ির মেঝে বা ফ্লোর কেমন হবে সেটা ঠিক করা। কারণ এর উপরে ঘরের সৌন্দর্য এবং রুচির প্রকাশ পাওয়া যায়। আজকাল ঘরে ঘরে ল্যামিনেট ফ্লোরিং-এর প্রবণতা অনেক বেড়েছে। এগুলো করতে খুব একটা বেশি খরচ লাগে না এবং এগুলো ইনস্টল করাও খুব সহজ। শুধু তাই নয়, এই জাতীয় ফ্লোরের মসৃণ ফিনিশিং ঘরের শোভা বৃদ্ধি করে। সম্ভবত এই কারণেই সবাই এখন ল্যামিনেট করা মেঝে পছন্দ করেন। ল্যামিনেট ফ্লোরিং হল একটি হাইব্রিড মেঝে যা পার্টিকেলবোর্ড কাঠ থেকে তৈরি।
কিন্তু অন্যান্য সব রকমের ফ্লোরিং-এর মতো ল্যামিনেট ফ্লোরেরও কিছু সুবিধা ও অসুবিধা আছে। তাই বাড়িতে এই জাতীয় ফ্লোর করার আগে সেগুলো জেনে রাখা ভাল।
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
advertisement
ল্যামিনেট ফ্লোরের সুবিধা
advertisement
এই মেঝে খুব টেকসই। সাধারণ কাঠ ক্ষয়ে যায়। কিন্তু এই জাতীয় ফ্লোরে স্ক্র্যাচ বা ক্ষয় খুব কম হয়।
এই মেঝে পরিষ্কার করতে বেশি পরিশ্রমের দরকার হয় না। ভ্যাকুয়াম ক্লিনার বা ঝাঁটা দিয়ে অনায়াসেই এই মেঝে সাফ করা যায়।
এই মেঝে তৈরি করার খরচ অনেক কম।
এই ফ্লোর ইনস্টল করা খুব সহজ। একে ফ্লোটিং উডেন ফ্লোরও বলা হয়।
advertisement
ল্যামিনেট ফ্লোরের অসুবিধা
ভুল ফ্লোর ক্লিনার ব্যবহার করলে এই জাতীয় মেঝে নষ্ট হয়ে যেতে পারে।
স্যাঁতস্যাঁতে বা ভেজা জায়গায় এই মেঝে বেশি দিন টেঁকে না। তাই বাথরুমে এই ফ্লোর করা যায় না।
advertisement
কম আর্দ্র অবস্থায় এই মেঝে খুব ভাল থাকে। তাই রান্নাঘর বা বসার ঘর, যেখানে মোছার প্রয়োজন বেশি সেখানে এই মেঝে খুব একটা কাজে দেয় না।
এই জাতীয় ফ্লোরে স্ক্র্যাচ পড়ে না। কিন্তু কোনও গভীর দাগ পড়লে সেটা ঠিক করা যায় না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 5:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Decor Tips: বাড়ির মেঝেয় ল্যামিনেট ফ্লোরিং করানোর কথা ভাবছেন? তাহলে এই তথ্যগুলো জেনে রাখা ভাল