Holi 2024: উইকেন্ড শেষেই দোল! এবার ছুটি কাটাতে ঘুরে আসুন এই জায়গায়... পলাশের রঙে রেঙে উঠবে মন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
বহু পর্যটক এই ক্যাম্পে বেড়াতে আসেন। পুরুলিয়ার লোকসংস্কৃতি, বন ফায়ার আদিবাসী নৃত্য, সমস্ত কিছুরই স্বাদ নেওয়া যায় এই ক্যাম্পে।
পুরুলিয়া : প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লাল মাটির জেলা পুরুলিয়া। এই জেলার অন্যতম আকর্ষণ অযোধ্যা পাহাড়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হয়। তাই সারা বছরই প্রাকৃতিক সৌন্দর্যের টানে পর্যটকেরা ছুটে আসেন এই জেলাতে। প্রকৃতির স্বাদ কাছ থেকে উপভোগ করতে এই জেলার জুড়ি মেলা ভার। তার উপর বসন্তকালে উপরি পাওনা পলাশের রঙে রাঙা প্রাকৃতিক পরিবেশ।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও পাহাড়তলির আশেপাশের বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন রিসোর্ট হোমস্টে ও নেচার ক্যাম্প। এই নেচার ক্যাম্প গুলি বরাবরই পর্যটকদের পছন্দের তালিকায় থাকে। তার মধ্যে অন্যতম হলো অযোধ্যা পাহাড়ে কুহুবুরু হিলের নীচে অবস্থিত সোনকুপি বানজারা ক্যাম্প।
বহু পর্যটক এই ক্যাম্পে বেড়াতে আসেন। পুরুলিয়ার লোকসংস্কৃতি, বন ফায়ার আদিবাসী নৃত্য, সমস্ত কিছুরই স্বাদ নেওয়া যায় এই ক্যাম্পে। সামনেই বসন্ত উৎসব। তাই রীতিমতসেজে উঠেছে এই বানজারা ক্যাম্প। আগামী ২৪ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এই ক্যাম্পে চলবে বসন্ত উৎসব ও পলাশ উৎসব। সম্পূর্ণ ক্যাম্প ইতিমধ্যেই বুকিং হয়ে গিয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গিয়েছে , প্রতিবছরের মতো এই বছরও তাদের ক্যাম্পে দোল উৎসব ও পলাশ উৎসবের আয়োজন করা হয়েছে। এবছর পুরুলিয়ার সংস্কৃতি ঝুমুর ও নাচনি নাচের সংযোজনও হয়েছে। এরই পাশাপাশি তারা কীর্তনেরও ব্যবস্থা করেছেন। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে একেবারে বিলীন হয়ে ওঠা যাবে এবারের এই বসন্ত উৎসবে।
advertisement
২০১৬ সাল থেকে এই ক্যাম্পের পথ চলা শুরু। এই ক্যাম্পে রয়েছে প্রায় ২৫ টি লাক্সারি ও ডিলাক্স টেন্ট। এই ক্যাম্পে বুকিং করলে থাকা খাওয়া মিলিয়ে প্যাকেজ পাওয়া যায়। বসন্ত উৎসবে রীতিমতো হাউসফুল এই ক্যাম্প। আর তা হবে নাই বা কেন? প্রকৃতির কোলে পলাশের সঙ্গে বসন্ত কাটানোর সুযোগ পাওয়া যায় সোনকুপির এই বানজারা ক্যাম্পে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 5:14 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024: উইকেন্ড শেষেই দোল! এবার ছুটি কাটাতে ঘুরে আসুন এই জায়গায়... পলাশের রঙে রেঙে উঠবে মন