#নয়াদিল্লি: বাঙালির দোলযাত্রা, দেশজুড়ে হোলি। নানা রঙের আবিরে লাল-নীল-হলুদ-সবুজ হয়ে উঠবে দৃষ্টিতে থাকা সব কিছুই (Holi 2022)। আর চোখ? না, চোখের ভিতর এই রং ঢুকে গেলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। চোখ লাল হয়ে যাওয়া, ব্লার্ড ভিশন, দৃষ্টি কমে আসা, চোখ দিয়ে জল পড়া, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টি হারানোর মতো মারাত্মক পরিস্থিতিও হতে পারে। (Holi 2022)
একটা সময় গাছ আর ফুলের নির্যাস দিয়ে তৈরি রঙে হোলি খেলা হত। কিন্তু ইদানীং বাজার চলতি রঙে মেশানো হয় বিষাক্ত রাসায়নিক পদার্থ। আবির আর রঙে একে অপরকে রাঙিয়ে দিতে গিয়ে দিগবিদিক জ্ঞান শূন্য হলে চোখ নামক মহামূল্যবান ইন্দ্রিয়টির বিপদ প্রায় অবধারিত। তাই রঙ খেলার সময় চোখকে আগলে রাখতে হবে। এখানে রইল কয়েকটি টিপস, যেভাবে চোখকে সামলেই হোলির আনন্দে মেতে ওঠা যাবে। (Holi 2022)
আরও পড়ুন: অস্টিওপোরোসিস! বয়সের সঙ্গে হাড়ের ক্ষয় কাদের বেশি? কী হয় জানেন?
কোন রং কীভাবে চোখের ক্ষতি করে:
১। হোলিতে ব্যবহৃত সিন্থেটিক রঙে সিসার মতো ভারি ধাতু থাকে। যা চোখে লাগলে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ধরনের রঙ এড়িয়ে চলা উচিত। বিশেষ করে বাচ্চাদের উপর এর প্রভাব মারাত্মক।
২। লাল রঙে থাকা মার্কারির যৌগ চোখে গেলে ফুলে উঠে জল পড়ে, ভয়ানক ব্যথা করে।
৩। সবুজ রঙে থাকা কপার সালফেটের প্রভাবে চোখ ফুলে লাল হয়ে যায়, অনবরত চোখ করকর করে। অ্যালার্জির কারণে চোখে এমনই সমস্যা হয় যে চোখ খুলে রাখা দুষ্কর হয়ে যায়।
৪। উজ্জ্বল হলুদ রঙে থাকা লেড নার্ভ ড্যামেজ করে অন্ধত্ব ডেকে আনে।
৫। নীল রঙে আছে প্রুসিয়ান ব্লু, এটি চোখের পাতা সহ সমস্ত চোখ জুড়ে এমন ইরিটেশন সৃষ্টি করে যে চোখ খুলে তাকানোই যায় না।
৬। রুপোলি ও সোনালি রঙের উপাদান ক্যানসার পর্যন্ত ডেকে আনতে পারে। কর্নিয়া ও রেটিনা বাঁচাতে চোখ দিয়ে রঙ উপভোগ করাই ভালো, দেওয়া বা মাখানো নয়।
আরও পড়ুন: সামনেই দোল, বসন্তের সাজ কেমন হবে? জানুন লেটেস্ট ট্রেন্ড-টিপস
হোলিতে চোখের যত্ন:
১। সানগ্লাস ব্যবহার করতে হবে।
২. যাঁদের চোখে পাওয়া রয়েছে তাঁদের অবশ্যই চশমা ব্যবহার করতে হবে।
৩. অর্গানিক রঙ ব্যবহার করাই সবার জন্য মঙ্গলের। জলীয় রঙের চেয়ে শুকনো রঙ বেশি ক্ষতিকারক। আবির খেললে কাউকে পিছন থেকে রঙ না দেওয়াই উচিত।
৪। ওয়াটার বেলুন বাচ্চারা খুব পছন্দ করে। তবে মুখে না মেরে গায়ে মারতে বলতে হবে। চোখে পড়লে মারাত্মক ক্ষতি হতে পারে
৬. চোখে রঙ ঢুকে গেলে রগড়ানো উচিত নয়। এতে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। বরং সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৭. চোখের পাতায় রঙ ঢুকে থাকলে তুলো ভিজিয়ে ধীরে ধীরে মুছে নিতে হবে।
৮। চোখে রঙ ঢোকা আটকাতে টুপি পরা সবচেয়ে ভালো উপায়। বড় চুল থাকলে বেঁধে নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।