Murshidabad Tourism: হিরের মতো চকচকে হীরাঝিলের পাশেই ছিল সিরাজের প্রাসাদ, হাজারদুয়ারি ছাড়া ইতিহাসের এই চিহ্নও দেখুন মুর্শিদাবাদে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Murshidabad Tourism: গঙ্গার ওপারে আছেই হীরাঝিল। তবে আজ কালের নিয়মে ধ্বংস হয়ে পড়ে আছে।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে এসে পর্যটকরা ঘুরে দেখেন হাজারদুয়ারি ও অন্যান্য স্থাপত্য। কিন্তু জানেন কি আরও এক অজানা ইতিহাস আছে এই মুর্শিদাবাদ জেলাতেই। ভাগীরথী গঙ্গার ওপারে আছেই হীরাঝিল। তবে আজ কালের নিয়মে ধ্বংস হয়ে পড়ে আছে। যদিও আজ আছে শুধু বাঁশের বাগান। তবে আছে শুধুমাত্র কিছু ইটের স্থাপত্য। যা নিয়েই ইতিহাস রক্ষা করে চলেছে হীরাঝিল।
আনুমানিক ১৭৫২ সাল নাগাদ নবাব আলিবর্দি খাঁ, তাঁর নাতি সিরাজউদ্দৌলার জন্য মোতিঝিল প্রাসাদের অনুকরণে ভাগীরথীর পশ্চিম পাড়ে একটি প্রাসাদ নির্মাণ করেন। নবাব সিরাজউদ্দৌলার উপাধি মনসুর-উল-মুলক এর অনুকরণে প্রাসাদের নামকরণ করা হয় মনসুরগঞ্জ প্রাসাদ। প্রাসাদের পাশেই ছিল একটি ঝিল, যেই ঝিলের জল সব সময় হিরের মতো চকচক করতো, আর সেই কারণে লোকমুখে এই স্থানের নাম হয় হীরাঝিল প্রাসাদ।
advertisement
পলাশির যুদ্ধের পর কিছুদিন নবাব মীরজাফর আলি খান এই প্রাসাদ ব্যবহার করেছিলেন এবং পরবর্তীতে পলাশীর যুদ্ধের পরে এই প্রাসাদ ধ্বংস করে দেওয়া হয় বলে ইতিহাসবিদদের ধারণা। দীর্ঘ দিন পর কয়েক বছর আগে জনসমক্ষে এসেছিল এই হীরাঝিল প্রাসাদ। প্রাসাদের সংরক্ষণের জন্য শুরু হয় আন্দোলন।
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগার থেকে কৃমি নিয়ন্ত্রণ করে নিমেষে! জানুন পলাশগাছের নানা অংশের হাজারো ওষধি গুণ
দীর্ঘ আন্দোলন চললেও সরকারিভাবে এর কোনওরকম সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি। প্রাসাদ সংরক্ষণের দাবিতে তৈরি হয়েছে হীরাঝিল বাঁচাও কমিটি। তাঁদের উদ্যোগে এখানে তৈরি করা হয় হীরাঝিল উদ্যান। বর্তমানে কিছু কিছু পর্যটকরা আসেন ইতিহাসের সন্ধান নিতে। ঘুরে দেখেন নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল। তবে ইতিহাসকে খোঁজার চেষ্টা করে যান পর্যটকরা। স্মৃতি আঁকড়ে ধরে আছে মনসুরগঞ্জের হীরাঝিল প্রাসাদ। তাই হাজারদুয়ারির পাশাপাশি এই প্রাসাদের অংশবিশেষ দেখে আসুন। পাবেন ইতিহাসের স্বাদ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 3:11 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murshidabad Tourism: হিরের মতো চকচকে হীরাঝিলের পাশেই ছিল সিরাজের প্রাসাদ, হাজারদুয়ারি ছাড়া ইতিহাসের এই চিহ্নও দেখুন মুর্শিদাবাদে