Long Covid: লং কোভিডের জেরে ফুসফুসে গোপন ক্ষতি ধরা পড়ল স্ক্যানে, আশাবাদী গবেষকরা

Last Updated:

রুটিন স্ক্যানে যে সমস্যাগুলি ধরা পড়ে না, তার জন্যই নোভেল জেনন গ্যাসের প্রয়োগ (Novel Xenon Scan)

লন্ডন : লং কোভিডের পর কারও কারও ক্ষেত্রে ফুসফুসের জন্য গোপন বিপদ ডেকে আনতে পারে৷ সমীক্ষা ও গবেষণার পর এই দাবি ইংল্যান্ডে৷ লং কোভিডে (Long Covid) ফুসফুসের সেই সমস্যা (Hidden Lung Damage) চিহ্নিত করার জন্য বিজ্ঞানীরা ব্যবহার করেছেন নোভেল জেনন গ্যাস৷ রুটিন স্ক্যানে যে সমস্যাগুলি ধরা পড়ে না, তার জন্যই নোভেল জেনন গ্যাসের প্রয়োগ (Novel Xenon Scan)৷ এগারো জন এমন রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছে, যাঁদের প্রথম বার কোভিড হওয়ার পর হাসপাতালে যেতে হয়নি ঠিকই৷ কিন্তু দীর্ঘ দিন অবধি শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হয়েছে৷ এ বিষয়ে আরও বিশদ গবেষণা এবং ফলাফল নিশ্চিত করা এখনও সময়ের অপেক্ষা৷
গবেষকরা বলেন, লং কোভিডে শ্বাসকষ্টজনিত সমস্যা এত সাধারণ কেন, সে বিষয়ে কিছু আলোকপাত করা গিয়েছে৷ যদিও তাঁরা এ বিষয়ে একমত যে শ্বাসকষ্টজনিত সমস্যা বেশিরভাগ সময়েই জটিল এবং অনেক রকমের হয়ে থাকে৷ লং কোভিডের একাধিক উপসর্গ রয়েছে৷ করোনাভাইরাস সংক্রমণের অনেক দিন পরও সেই উপসর্গ রয়ে যায়৷
আরও পড়ুন : ছেলেরাও কাঁদতে পারে, আবেগপ্রবণ হয়, তাঁদেরও মানসিক সাহায্য প্রয়োজন
অক্সফোর্ড, শেফিল্ড এবং ম্যাঞ্চেস্টারের গবেষক দল জেনন গ্যাস স্ক্যান এবং অন্য লাং ফাংশন টেস্টকে তিন ধরনের রোগীর উপর পরীক্ষা করেছেন৷ সেই পরীক্ষার আওতায় ছিলেন লং কোভিডের উপসর্গ-সহ এমন রোগীরা, যাঁদের সংক্রমণের পর হাসপাতালে যাওয়ার দরকার পড়েনি৷ পরীক্ষিত ১২ জনকে কোভিডের উপসর্গ-সহ হাসপাতালে পাঠানো হয়েছিল৷ কিন্তু তাঁদের মধ্যে লং কোভিডের লক্ষণ ছিল না৷ পাশাপাশি ছিলেন ১৩ জন সুস্থ মানুষও৷
advertisement
advertisement
আরও পড়ুন : ওমিক্রন ছেড়ে গেলেও রয়ে গিয়েছে শুকনো কাশি ও সর্দি? রইল কিছু ঘরোয়া টোটকা
নোভেল জেনন পদ্ধতিতে প্রত্যেককে এমআরআই স্ক্যানের সময় জেনন গ্যাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করেছেন৷ অনেক ক্ষেত্রে অক্সিজেনের মতোই আচরণ করে জেনন৷ কিন্তু স্ক্যানের সময় বিজ্ঞানীরা চিহ্নিত করতে পেরেছেন জেনন গ্যাসের গতিবিধি৷
আরও পড়ুন : সুস্থ থাকার জন্য এই খাবারগুলি খেতেই হবে মহিলাদের
মূল গবেষক এবং ফুসফুস বিশেষজ্ঞ ডক্টর এমিলি ফ্রেজার বলেছেন যে কোভিড রোগীদের মধ্যে শ্বাসকষ্টজিত সমস্যার উৎস জানতে না পারা তাঁদের কাছে বেশ হতাশাজনক৷ কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এক্সরে বা সিটি স্ক্যানে কোনও অসুবিধের ছবি ধরা পড়েনি৷ এমিলির কথায়, ‘‘এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এবং আমরা সত্যি আশা করছি যে এই গবেষণা এই বিষয়ের উপর আরও বেশি আলোকপাত করতে পারবে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Long Covid: লং কোভিডের জেরে ফুসফুসে গোপন ক্ষতি ধরা পড়ল স্ক্যানে, আশাবাদী গবেষকরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement