পুজোর দিনেও কথা কাটাকাটি হয়েছে? এই কয়েক নিয়ম মানলেই সারা বছর দাম্পত্য থাকবে হর-গৌরীর মতো সুন্দর

Last Updated:

স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন সুখী ও সুস্থ রাখতে তাঁদের কিছু বিশেষ কথা মাথায় রেখে চলা উচিত, যাতে তাঁদের সম্পর্ক আজীবন মজবুত থাকে।

বিয়ে যে কোনও ব্যক্তির জীবনে এমন একটি টার্নিং পয়েন্ট, যার পর আমাদের জীবনে অনেক কিছুই বদলে যায়। সারাজীবনের জন্য একে অপরকে ভালোবেসে আমরা বিবাহ সম্পর্কে আবদ্ধ হই। বিয়ের পর দুজনের একত্র বাসের সময় ছোটখাটো ঝামেলা, অশান্তি, দুজন মানুষের মতের অমিল হতেই পারে। এমন পরিস্থিতিতে স্বামী-স্ত্রীর মধ্যে অসন্তোষ বেশিক্ষণ স্থায়ী হয় না, তবে কখনও কখনও বিবাহিত দম্পতিরা এমন কিছু ভুল করে থাকেন, যার কারণে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন সুখী ও সুস্থ রাখতে তাঁদের কিছু বিশেষ কথা মাথায় রেখে চলা উচিত, যাতে তাঁদের সম্পর্ক আজীবন মজবুত থাকে।
একে অপরের সঙ্গে সময় কাটানো
বিশেষজ্ঞরা মনে করেন যে কোনও সম্পর্কেই একে অপরের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেদের মধ্যে কথা বলা দরকার। সপ্তাহে অন্তত একবার হাঁটতে বের হওয়া উচিত। এতে পারস্পরিক সংঘর্ষের সম্ভাবনা কমে যায়।
মতবিরোধ সম্পর্কে কথা বলা
প্রতিটি সম্পর্কের মধ্যেই কিছু না কিছু মতের অমিল থাকবে। সেই নিয়ে লড়াইও হবে, কিন্তু কখনও কখনও এমন সময় আসে যখন লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে দুজনের মধ্যেই মানসিক এবং শারীরিক ভাবে নিরাপত্তাহীনতা বোধ হতে পারে। আমাদের মনে রাখতে হবে, একে অপরের সঙ্গে কথা বলে যে কোনও সমস্যা সমাধান করা যায়।
advertisement
advertisement
একে অপরকে সম্মান করা
বিয়ের পর ভালোবাসার সঙ্গে সঙ্গে একে অপরকে সম্মান করাটাও কিন্তু দরকার। এতে সম্পর্কে কখনও নেতিবাচকতা তৈরি হয় না। সঙ্গীর সঙ্গে তেমন ভাবেই আচরণ করা উচিত যেভাবে তিনি পছন্দ করেন।
পরস্পরকে ক্ষমা করা
সঙ্গী যদি কিছু ভুল করে থাকেন, তাহলে তাঁকে ক্ষমা করতে শিখতে হবে। কারণ অনেক সময়ই কিছু বিষয় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির সূচনা করে পরবর্তীতে তা বিচ্ছেদের স্তরে নিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে সবার মধ্যেই কমতি থাকে। সেগুলিকে উপেক্ষা করে একে অপরকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে।
advertisement
একে অপরের মধ্যে ভাল কিছু খুঁজে বের করা
যখনই আমরা আমাদের সঙ্গীর সঙ্গে সময় কাটাব, তখন তাঁর মধ্যে খারাপটি কিছু খোঁজার পরিবর্তে তাঁর মধ্যে ভাল কিছু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এতে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গীই বদলে যাবে। কিন্তু কোনও ভাবেই একে অপরের জন্য মেকি সাজা চলবে না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর দিনেও কথা কাটাকাটি হয়েছে? এই কয়েক নিয়ম মানলেই সারা বছর দাম্পত্য থাকবে হর-গৌরীর মতো সুন্দর
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement