Healthy Lifestyle: বিশেষ সময়ে স্বমেহন করলেই হয় অন্ধত্ব,পুরুষাঙ্গের শিথিলতা, বন্ধ্যাত্ব? জানুন ‘নিষিদ্ধ সত্যি’
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Healthy Lifestyle:বেশির ভাগ সময় দেখা যায় ছেলেরা সেরকম প্ল্যাটফর্ম পায় না, যেখানে তারা কৌতূহল দূর করতে পারে। ফলে মাস্টারবেশনের মতো স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে ছড়িয়ে থাকে বহু ভুল ধারণা।
যৌনতা ঘিরে আমাদের সমাজে লুকোচুরি বা ধামাচাপা দেওয়ার প্রবণতা খুবই প্রচলিত। বয়ঃসন্ধির একাধিক কৌতূহল ও প্রশ্নকে আমরা লুকিয়ে রাখি। মুখোমুখি হই না। ফলে মাথায় ও মনে চেপে বসে থাকে ভ্রান্ত ধারণা। মেয়েদের মনের প্রশ্নের উত্তর দেওয়া হলেও বেশির ভাগ সময় দেখা যায় ছেলেরা সেরকম প্ল্যাটফর্ম পায় না, যেখানে তারা কৌতূহল দূর করতে পারে। ফলে মাস্টারবেশনের মতো স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে ছড়িয়ে থাকে বহু ভুল ধারণা। সেই ভুল ধারণাগুলি দূর করেছেন যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ সারাংশ জৈন।
স্বমেহন বা মাস্টরবেশনের ফলে অন্ধত্ব
কোনও এক সময়ে বিশ্বাস করা হত স্বমেহন বা মাস্টরবেশনের ফলে অন্ধত্ব হয়৷ এর পিছনে কোনও প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি৷ বরং সমীক্ষায় দেখা গিয়েছে নিয়মিত স্বমেহন যাঁরা করেন, তাঁরা এর জন্য অসুস্থ হননি৷
advertisement

advertisement
আসক্তির কারণ
সাধারণত সপ্তাহে ৩ থেকে ৪ বার স্বমেহন করা যায়৷ সমীক্ষায় দেখা গিয়েছে অনেকে রোজই স্বমেহন করেন৷ অনেকে মনে করেন এর ফলে আসক্তির শিকার হন৷ সাধারণত এই আসক্তি হয় না৷ কিন্তু যদি কাজে ক্ষতি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷

advertisement
পুরুষাঙ্গের শিথিলতা
ইরেক্টাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গের শিথিলতা, শীঘ্রপতনের মতো সমস্যার জন্য অনেকেই দায়ী করেন স্বমেহনের অভ্যাসকে৷ একাধিক কারণে এই সমস্যা হতে পারে৷ তবে স্বমেহন এর জন্য দায়ী নয়৷ বরং স্বমেহনে নিজের স্পর্শে আপনি নিজেই সুখ পেতে পারেন৷
আরও পড়ুন : আপেল খেলে কি ব্লাড সুগার, ওজন চড়চড়িয়ে বাড়ে? জানুন কারা ভুলেও দাঁতে কাটবেন না এই ‘উপকারী ফল’
বন্ধ্যাত্বের কারণ স্বমেহন
advertisement
স্বমেহনের সঙ্গে বন্ধ্যাত্বের কোনও সম্পর্ক নেই৷ অনেকেই মনে করেন স্বমেহনের ফলে ইনফার্টিলিটি দেখা দেয়৷ কিন্তু এর পিছনে কোনও প্রামাণ্য তথ্য নেই৷

শুধু নিভৃতেই স্বমেহন
সাধারণত একা থাকলেই নিভৃতে স্বমেহন করা হয়৷ তবে সব সময় এই ধারণা ঠিক নয়৷ সঙ্গমের আগেও সঙ্গীর সঙ্গে বিশেষ সময়ে স্বমেহনে লিপ্ত হওয়া যায়৷
advertisement

মাস্টারবেশন আমাদের সমাজে সব সময়েই ‘ট্যাবু’৷ একে ঘিরে রয়েছে বহু ভুল ধারণা৷ একে ঘিরে খোলাখুলি আলোচনা সব সময়েই ধামাচাপা দিয়ে দেওয়া হয়৷ তবে মনে রাখবেন কোনও কিছুই অতিরিক্ত ঠিক নয়। তাই স্বমেহনের মতো প্রক্রিয়ারও নিয়ন্ত্রণ প্রয়োজন। যেন কোনওমতেই আসক্তি তৈরি না হয় এই অভ্যাস ঘিরে, খেয়াল রাখতে হবে সেদিকেও।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 3:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle: বিশেষ সময়ে স্বমেহন করলেই হয় অন্ধত্ব,পুরুষাঙ্গের শিথিলতা, বন্ধ্যাত্ব? জানুন ‘নিষিদ্ধ সত্যি’

