Healthcare-Viral Fever: ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি! ফের চোখ রাঙাচ্ছে করোনা! চিকিৎসকের থেকে জানুন কী করবেন!

Last Updated:

Healthcare-Viral Fever: জ্বর হলেই ওষুধ খেয়ে নিচ্ছেন? মারাত্মক ভুল করছেন! জানুন কী বলছেন চিকিৎসক

+
title=

জলপাইগুড়ি: উত্তরে শীত জাঁকিয়ে পড়লেও, দিনের বেলায় রোদের গরম আর রাতের বেলায় ঠান্ডা, এমন আবহাওয়ায় সর্দি জ্বর কাশিতে ভুগছেন আট থেকে আশি। এই ঠান্ডা গরমেই প্রায় প্রতিটি ঘরেই দেখা দিচ্ছে সর্দি কাশি জ্বর। কীভাবে রেহাই পাবেন এই ঠান্ডা গরমের হাত থেকে? সেই বিষয় নিয়ে পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির বিশিষ্ট ডাক্তার তথা জেনারেল ফিজিশিয়ান ডক্টর শিলাদিত্য ভাদুড়ি।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ঠান্ডা-গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে গরম জল খাওয়াতেই বেশি গুরুত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, শরীর ঢাকা মোটা জামা পড়ার কথাও জানান তিনি। শীতের রাতে কোথাও বেরোলে অবশ্যই মাথা কান ভালভাবে ঢেকে চলা উচিত। ঘরোয়া কিছু টোটকা যেমন আদা, মধু, তুলসি পাতা এ ধরনের উপাদান বানিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি। সকাল হলেই গরম জলে দিয়ে গার্গেল করলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকে গলার ইনফেকশন। রোগীর এলার্জির ধাঁচ থাকলে এবং ধুলোবালির মধ্যে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পড়া উচিত।
advertisement
advertisement
পাশাপাশি এলার্জি বাড়ে এমন ধরনের খাবার যেমন বেগুন, পুঁইশাক, চিংড়ি মাছ, ডিম ইত্যাদি এড়িয়ে চলাই শ্রেয়। চা পান করলে সেই চায়ের মধ্যে আদা অথবা গোলমরিচ মিশ্রণ করে খেলে কাশি থেকে একটু রেহাই মেলে। ডাক্তারি পরামর্শ ছাড়া কখনওই কোনও অ্যান্টিবায়োটিক নিজে থেকে খাওয়া উচিত নয়। প্রথমে খানিক ঘরোয়া টোটকা এবং সাবধানতা অবলম্বন করে চললেই এই আবহাওয়ায় ঠান্ডা গরমের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু রোগীর বাড়াবাড়ি হলে অবশ্যই দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত!
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthcare-Viral Fever: ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশি! ফের চোখ রাঙাচ্ছে করোনা! চিকিৎসকের থেকে জানুন কী করবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement