Ratan Kahar: 'বড় লোকের বিটি লো' গানের লেখক রতন কাহার! চরম অভাবে দিন কাটছে! লিখলেন নতুন গান

Last Updated:

Ratan Kahar: 'বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল'-- এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন! ফের নতুন গান বাঁধলেন তিনি! জানুন

+
title=

বীরভূম: কাঁচা বাদাম গান গেয়ে ২০২১ সালে বিশ্বজুড়ে নাম করেছেন ভুবন বাদ্যকার। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের শিরোনামে উঠেছিলেন রানু মন্ডল এবং হঠাৎ তার জীবনে আবার ছন্দপতন ঘটে।তেমনি আচমকা একজনের আবদারে গান গেয়ে ভাইরাল হয়ে যেন নতুন জোয়ার এসেছিল দরিদ্র বাদাম ব্যবসায়ীর জীবনে। কিন্তু যাঁরা সত্যিকারের লোকশিল্পী, গায়ক, যাঁরা এখনকার সময়ের লাইক-কমেন্টের ভিড়ে তেমন করে সামনে না এলেও, দিনের পর দিন সমৃদ্ধ করেছেন বাংলা লোকগানের আঙিনাকে, তাঁরা কেমন আছেন? কেউ কি খোঁজ নিয়েছেন তাদের! তবে আমরা খোঁজ নিয়েছি, এমনই এক বীরভূমের তথা গোটা ভারতবর্ষের জনপ্রিয় গান “বড়লোকের বিটি লো” গানের লেখকের।
‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’– এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন এবং এই গানটি প্রথম গেয়েছিলেন স্বপ্না চৌধুরী। রতন কাহার তিনি বীরভূমেরই বাসিন্দা। তবে তিনি জানান তাঁর চরম অর্থকষ্টের কথা। সঞ্চয় করা টাকা থেকে পাওয়া সামান্য সুদ ও পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্পী ভাতায় কোনওরকমে সংসার চলছে তাঁর। কেউ খোঁজও রাখে না ৮৯ বছর বয়সী শিল্পীর।
advertisement
বহু বছর কেউ খবর রাখেননি রতন কাহারের। তবে কয়েক বছর আগে আবার খবরের শিরোনামে ফুটে আসে রতন কাহারের নাম। তবে কি কারণে নাম উঠেছিল এই বিষয়ে জানা যায় বলিউড ব়্যাপ গায়ক বাদশার একটি গান নিয়ে বিতর্ক হওয়ার পরে রতন কাহার এর নাম উঠে আসে খবরের শিরোনামে। বাদশার বহুল হিট ‘গেন্দাফুল’ গানে তিনি ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ গানটির দুটি লাইন ব্যবহার করেছিলেন। তার পরেই সমালোচনার মুখে পড়েন, এই গানটির রচয়িতাকে কোনও কৃতিত্ব না দিয়েই নিজের গানে তাঁর লেখা লাইন ব্যবহার করেছেন বলে।
advertisement
advertisement
বহু বিতর্কের সামনে বাদশা জানান, তিনি কোথাও এ গানের রচয়িতা হিসেবে রতন কাহারের নাম পাননি। জানতেনই না, এই গানের মালিকানা কার। জানার পরে তিনি অবশ্যই সেই শিল্পীকে প্রাপ্য সম্মান দিয়েছিলন।
যখন বাদশা পুরো বিষয়টি জানতে পারে সেই সময় করোনা পরিস্থিতি চলছিল। বাদশা চাইলেও বীরভূমের রতন কাহারের বাড়িতে আসতে পারেননি।
advertisement
এর পরে মুম্বই থেকে ভিডিও কলে রতন কাহারের সঙ্গে কথা বলেন বাদশা। আর কথা বলার পরেই রতন কাহারের স্ত্রীর অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পাঠায় বাদশা। তবে এত কিছুর পরেও রতন কাহার এখনও আর্থিক সংকটের মধ্যে নিজের জীবন যাপন করছেন। কয়েকদিন আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ । আর রতন কাহার এই চন্দ্রযান নিয়ে একটি গান গেয়ে ফেলেছেন।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ratan Kahar: 'বড় লোকের বিটি লো' গানের লেখক রতন কাহার! চরম অভাবে দিন কাটছে! লিখলেন নতুন গান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement