Ratan Kahar: 'বড় লোকের বিটি লো' গানের লেখক রতন কাহার! চরম অভাবে দিন কাটছে! লিখলেন নতুন গান

Last Updated:

Ratan Kahar: 'বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল'-- এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন! ফের নতুন গান বাঁধলেন তিনি! জানুন

+
title=

বীরভূম: কাঁচা বাদাম গান গেয়ে ২০২১ সালে বিশ্বজুড়ে নাম করেছেন ভুবন বাদ্যকার। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের শিরোনামে উঠেছিলেন রানু মন্ডল এবং হঠাৎ তার জীবনে আবার ছন্দপতন ঘটে।তেমনি আচমকা একজনের আবদারে গান গেয়ে ভাইরাল হয়ে যেন নতুন জোয়ার এসেছিল দরিদ্র বাদাম ব্যবসায়ীর জীবনে। কিন্তু যাঁরা সত্যিকারের লোকশিল্পী, গায়ক, যাঁরা এখনকার সময়ের লাইক-কমেন্টের ভিড়ে তেমন করে সামনে না এলেও, দিনের পর দিন সমৃদ্ধ করেছেন বাংলা লোকগানের আঙিনাকে, তাঁরা কেমন আছেন? কেউ কি খোঁজ নিয়েছেন তাদের! তবে আমরা খোঁজ নিয়েছি, এমনই এক বীরভূমের তথা গোটা ভারতবর্ষের জনপ্রিয় গান “বড়লোকের বিটি লো” গানের লেখকের।
‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’– এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন এবং এই গানটি প্রথম গেয়েছিলেন স্বপ্না চৌধুরী। রতন কাহার তিনি বীরভূমেরই বাসিন্দা। তবে তিনি জানান তাঁর চরম অর্থকষ্টের কথা। সঞ্চয় করা টাকা থেকে পাওয়া সামান্য সুদ ও পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্পী ভাতায় কোনওরকমে সংসার চলছে তাঁর। কেউ খোঁজও রাখে না ৮৯ বছর বয়সী শিল্পীর।
advertisement
বহু বছর কেউ খবর রাখেননি রতন কাহারের। তবে কয়েক বছর আগে আবার খবরের শিরোনামে ফুটে আসে রতন কাহারের নাম। তবে কি কারণে নাম উঠেছিল এই বিষয়ে জানা যায় বলিউড ব়্যাপ গায়ক বাদশার একটি গান নিয়ে বিতর্ক হওয়ার পরে রতন কাহার এর নাম উঠে আসে খবরের শিরোনামে। বাদশার বহুল হিট ‘গেন্দাফুল’ গানে তিনি ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ গানটির দুটি লাইন ব্যবহার করেছিলেন। তার পরেই সমালোচনার মুখে পড়েন, এই গানটির রচয়িতাকে কোনও কৃতিত্ব না দিয়েই নিজের গানে তাঁর লেখা লাইন ব্যবহার করেছেন বলে।
advertisement
advertisement
বহু বিতর্কের সামনে বাদশা জানান, তিনি কোথাও এ গানের রচয়িতা হিসেবে রতন কাহারের নাম পাননি। জানতেনই না, এই গানের মালিকানা কার। জানার পরে তিনি অবশ্যই সেই শিল্পীকে প্রাপ্য সম্মান দিয়েছিলন।
যখন বাদশা পুরো বিষয়টি জানতে পারে সেই সময় করোনা পরিস্থিতি চলছিল। বাদশা চাইলেও বীরভূমের রতন কাহারের বাড়িতে আসতে পারেননি।
advertisement
এর পরে মুম্বই থেকে ভিডিও কলে রতন কাহারের সঙ্গে কথা বলেন বাদশা। আর কথা বলার পরেই রতন কাহারের স্ত্রীর অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পাঠায় বাদশা। তবে এত কিছুর পরেও রতন কাহার এখনও আর্থিক সংকটের মধ্যে নিজের জীবন যাপন করছেন। কয়েকদিন আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩ । আর রতন কাহার এই চন্দ্রযান নিয়ে একটি গান গেয়ে ফেলেছেন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ratan Kahar: 'বড় লোকের বিটি লো' গানের লেখক রতন কাহার! চরম অভাবে দিন কাটছে! লিখলেন নতুন গান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement