#WorldAutismAwarenessDay: অটিজমের কারণ শুরু হয় গর্ভেই, খেয়াল রাখুন নিজের

Last Updated:
#কলকাতা: অটিজম৷ সমস্যাটা সম্পর্কে যতটা ধারণা রয়েছে আমাদের, ঠিক ততটাই রয়েছে অজানা আতঙ্ক৷ সারা বিশ্বেই শিশুদের মধ্যে বাড়ছে অটিজমে আক্রান্ত হওয়ার প্রবণতা৷ অধিকাংশ ক্ষেত্রেই যার কারণ থেকে যাচ্ছে আমাদেরই সচেতনতার অভাব৷ আজ World Autism Awareness Day-তে অটিজমের একেবারে গোড়ার কথা জানাচ্ছেন সাইকিয়াট্রিস্ট ড. জয়ন্তী ভট্টাচার্য
ঠিক কী কী কারণে অটিজম হতে পারে?
ড. জয়ন্তী জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই মায়ের গর্ভে থাকার সময়ই ভ্রুণের অটিজমে আক্রান্ত হওয়ার কারণ তৈরি হয়৷ কিছু কিছু ক্ষেত্রে ডাউন সিন্ড্রোম বা অন্যান্য জিনগত ত্রুটির কারণে গর্ভস্থ শিশু অটিজমে আক্রান্ত হলেও বেশিরভাগে ক্ষেত্রেই দেখা যায় গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত স্ট্রেসের কারণেই ক্ষতিগ্রস্ত হয় গর্ভস্থ ভ্রুণ৷ প্রেগন্যান্সিতে যেকোনও রকম শারীরিক বা মানসিক স্ট্রেসের কারণে বিভিন্ন রকম অটো ইমিউন ডিজিজে আক্রান্ত হতে পারে মায়ের শরীর৷ যার প্রভাব পড়ে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠনে৷ অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মানো শিশু অটিজমে আক্রান্ত হতে পারে৷ তাই শিশুর অটিজম রোখার জন্য সবচেয়ে আগে প্রয়োজন সচেতনতা৷ প্রেগন্যান্সিতে নিজের যেকোনও রকম স্ট্রেস থেকে দূরে থাকা, মায়ের যেকোনও অসুখের চিকিৎসা সন্তানকে অটিজম থেকে দূরে রাখতে পারে৷
advertisement
advertisement
brain
তবে শুধু মায়ের গর্ভেই নয়, জন্মের সময় বা জন্মের পরও শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার কারণ থাকতে পারে৷ জন্মের সময় যদি কোনও রকম ব্রেন ইনজুরির কারণে ব্রেন ড্যামেজ বা মস্তিষ্কের কোনও ক্ষতি হয় তাহলে পরবর্তীকালে এপিলেপ্সি, অটিজম, লার্নিং ডিসএবিলিটি এমনকী স্কিজোফ্রেনিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে৷ একই ভাবে জন্মের পর যদি জন্ডিস বা অন্য কোনও রকম ইনফেকশন হয়ে থাকে শিশুর তার প্রভাবও পড়তে পারে মস্তিষ্কে৷ সেক্ষত্রে জন্মের পর শিশুর ব্রেন ডেভেলপমেন্ট টেস্টিং-এ কোনও রকম অ্যাবনরমালিটি দেখা দিলে বাবা, মাকে সতর্ক থাকতে হবে৷
advertisement
অটিজম মানেই কি শিশুর জীবন শেষ?
সমাধানের ক্ষেত্রেও ড. জয়ন্তী জোর দিচ্ছেন সচেতনতা ও সতর্কতার ওপরেই৷ অটিজমের নানা রকম গ্রেড রয়েছে৷ এর অন্যতম কারণ সিভিয়ার অ্যাটেনশনাল ডেফিসিট৷ শিশুর আচরণের ওপর খেয়াল রাখুন৷ অটিজমের লক্ষণগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকুন৷ যত কম বয়সে শিশুর চিকিৎসা শুরু করবেন, শিশুকে নিজের সময় দেবেন, তাকে বুঝবেন সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা তত বাড়বে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#WorldAutismAwarenessDay: অটিজমের কারণ শুরু হয় গর্ভেই, খেয়াল রাখুন নিজের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement