Skin Care Vitamins: না জেনেই নানা ভিটামিন খাচ্ছেন? আগে জানুন কোন ভিটামিনে কী হয়!

Last Updated:

আগে জেনে নেওয়া দরকার যে কোন ভিটামিনের কী উপকারিতা আছে এবং কোনটা কত পরিমাণে খাওয়া উচিত! (Skin Care Vitamins)

না জেনেই নানা ভিটামিন খাচ্ছেন? আগে জানুন কোন ভিটামিনে কী হয়!
না জেনেই নানা ভিটামিন খাচ্ছেন? আগে জানুন কোন ভিটামিনে কী হয়!
#কলকাতা: বাইরে থেকে ত্বক পরিষ্কার রাখতে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করে থাকি আমরা (Skin Care Vitamins)। কিন্তু অনেক সময়ে শরীরের অন্যান্য অঙ্গের মতোই ত্বকেরও ভিতর থেকে যত্নের প্রয়োজন হয় (Skin Care Vitamins)। এই সব ক্ষেত্রে দরকার ভিটামিনের (Vitamin)। ভিটামিন কোষে নতুন জীবন দান করে, ডিএনএ’র কোনও ক্ষতি হলে সেটা সারিয়ে তোলে (Skin Care Vitamins)।
কিন্তু তাই বলে না বুঝে শুনে মুঠো মুঠো ভিটামিন খাওয়াও ঠিক নয়। কারণ তার আগে জেনে নেওয়া দরকার যে কোন ভিটামিনের কী উপকারিতা আছে এবং কোনটা কত পরিমাণে খাওয়া উচিত।
ভিটামিন এ (Vitamin A)
advertisement
এই ভিটামিন খাবারে বিটা ক্যারোটিন রূপে উপস্থিত থাকে। যেহেতু এই ভিটামিনে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে তাই সানস্ক্রিন,ময়েশ্চারাইজার ও অ্যান্টি-এজিং সিরামে এই ভিটামিন থাকে। একজন সুস্থ পুরুষ ৭০০ এমসিজি ও একজন সুস্থ মহিলা ৯০০ এমসিজি ভিটামিন এ নিতে পারেন। গাজর, কুমড়ো, আম, পেঁপে, পালংশাক, ডিমে থাকে ভিটামিন এ।
advertisement
১) কোষের বৃদ্ধি এবং পুনর্নবীকরণকে সহজতর করে।
২) কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে।
৩) সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে।
৪) দ্রুত ক্ষত নিরাময় করে।
৫) ত্বক আর্দ্র রাখে।
ভিটামিন সি (Vitamin C)
advertisement
এটি অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত। পুরুষরা ৯০ মিলিগ্রাম ও মহিলারা ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি নিতে পারেন। টম্যাটো, লেবু, কিউয়িতে থাকে এই ভিটামিন।
উপকারিতা
১) এটি ত্বকের ক্যানসার প্রতিরোধে সাহায্য করতে পারে।
২) কোলাজেনের বৃদ্ধি করে।
৩) সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়।
৪) ত্বক উজ্জ্বল রাখে।
ভিটামিন ই (Vitamin E)
advertisement
স্বাস্থ্যকর,উজ্জ্বল ত্বকের জন্য আদর্শ হল এই ভিটামিন। যে কেউ ১৫ মিলিগ্রাম নিতে পারেন। আমন্ড বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে।
উপকারিতা
১) ত্বক আর্দ্র রাখে।
২) সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষা করে।
৩) বলিরেখা কম করে।
৪) ত্বক মসৃণ ও সতেজ রাখে।
ভিটামিন ডি (Vitamin D)
advertisement
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এই ভিটামিন। যে কেউ ২০ মিলিগ্রাম নিতে পারেন এই ভিটামিন। ডিম ও মাছে থাকে ভিটামিন ডি।
উপকারিতা
১) ত্বককে জীবাণু এবং ক্ষতিকারক রাসায়নিক থেকে রক্ষা করে।
২) ত্বক আর্দ্র রাখে।
৩) ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care Vitamins: না জেনেই নানা ভিটামিন খাচ্ছেন? আগে জানুন কোন ভিটামিনে কী হয়!
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement