Valentines Day 2020: ‘হস্তমৈথুনের এই মিথ ভেঙে আমি নিজেই নিজের আদরে ভিজে যাই, তৃপ্তি পাই...’
- Published by:Elina Datta
- redwomb
Last Updated:
জৈবিক অনুসন্ধিৎসাতেই নিজেকে শান্ত করতে এলোপাথাড়ি স্পর্শ করতে থাকে ৷ দ্রুত চলে আঙুলের কারসাজি ৷ অদ্ভুত ছন্দে দুলতে থাকে শরীর ৷
ঋদ্ধি, ১৪ বছরের একটি মেয়ে ৷ একদিন তাঁর বড় ভাইয়ের ঘর থেকে একটা ম্যাগাজিন ৷ পাতা উল্টোতেই নিষিদ্ধ জগতের গন্ধ ৷ মন্ত্রমুগ্ধের মতে চোরা অপরাধের টানে একের পর এক পাতা উল্টোতে উল্টোতে শরীরের ভিতর অদ্ভুত এক আলোড়ন অনুভব করে ৷ যেন এক ঝড় উঠেছে ৷ জৈবিক অনুসন্ধিৎসাতেই নিজেকে শান্ত করতে এলোপাথাড়ি স্পর্শ করতে থাকে ৷ দ্রুত চলে আঙুলের কারসাজি ৷ অদ্ভুত ছন্দে দুলতে থাকে শরীর ৷ তুরীয় আনন্দে গলা থেকে উঠে আসে শীৎকার, তৃপ্তির গোঙানি ৷ ছন্দ পতন হয় আচমকাই যখন সে তাঁর মাকে সামনে দেখে ৷
আতঙ্কে লজ্জায় ঘেন্নায় শিউরে উঠেছিল ঋদ্ধির মা ৷ চিৎকার করে তাঁকে জিজ্ঞেস করে, একী করছে সে! এমন কাজ তাঁর জীবন শেষ করে দিতে পারে ৷ শরীর খারাপ হতে পারে এমনকী ভয়ঙ্কর রোগ বাসা বাঁধতে পারে তাঁর শরীরে ৷ মায়ের এমন প্রতিক্রিয়া দেখে ভয়ে কাঁদতে কাঁদতে শুরু করে ঋদ্ধি ৷ বয়ঃসন্ধিতে পৌঁছে যাওয়া বছর ১৪-এর মেয়েটি বারবার মায়ের সামনে ক্ষমা চেয়ে বলে আর কখনও এমন করবে না ৷
advertisement
সেদিন ক্ষণিকের জন্যেই নিজের স্পর্শেই চরম সুখ খুঁজে পেয়েছিল ঋদ্ধি ৷ কিন্তু মায়ের বলা কথাগুলো তাঁকে এতটাই ভয় দেখিয়েছিল যে সেই নিষিদ্ধ সুখ আবার পাওয়ার ইচ্ছে মনে জাগলেও ভয় পেত ৷ হস্তমৈথুন বা স্বমেহন নিয়ে এমনই কিছু ভুল ধারণা নিয়ে বেড়ে উঠি আমরা ৷ ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেম দিবসে আসুন শিখে নিই নিজেকে, নিজের শরীরকে ভালবাসার সঠিক ফর্মুলা ৷
advertisement
advertisement
মিথঃ হস্তমৈথুনের ফলে অনেক শারীরিক ও মানসিক সমস্যা দেখা যায়
এই তথ্য একদমই ভুল ৷ হস্তমৈথুন সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক চাহিদা ৷ বরং শরীরের চাহিদা মেটাতে হস্তমৈথুনে কোনও ক্ষতি নেই ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2020 12:09 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2020: ‘হস্তমৈথুনের এই মিথ ভেঙে আমি নিজেই নিজের আদরে ভিজে যাই, তৃপ্তি পাই...’