Valentines Day 2020: ‘হস্তমৈথুনের এই মিথ ভেঙে আমি নিজেই নিজের আদরে ভিজে যাই, তৃপ্তি পাই...’

Last Updated:

জৈবিক অনুসন্ধিৎসাতেই নিজেকে শান্ত করতে এলোপাথাড়ি স্পর্শ করতে থাকে ৷ দ্রুত চলে আঙুলের কারসাজি ৷ অদ্ভুত ছন্দে দুলতে থাকে শরীর ৷

ঋদ্ধি, ১৪ বছরের একটি মেয়ে ৷ একদিন তাঁর বড় ভাইয়ের ঘর থেকে একটা ম্যাগাজিন ৷ পাতা উল্টোতেই নিষিদ্ধ জগতের গন্ধ ৷ মন্ত্রমুগ্ধের মতে চোরা অপরাধের টানে একের পর এক পাতা উল্টোতে উল্টোতে শরীরের ভিতর অদ্ভুত এক আলোড়ন অনুভব করে ৷ যেন এক ঝড় উঠেছে ৷ জৈবিক অনুসন্ধিৎসাতেই নিজেকে শান্ত করতে এলোপাথাড়ি স্পর্শ করতে থাকে ৷ দ্রুত চলে আঙুলের কারসাজি ৷ অদ্ভুত ছন্দে দুলতে থাকে শরীর ৷ তুরীয় আনন্দে গলা থেকে উঠে আসে শীৎকার, তৃপ্তির গোঙানি ৷ ছন্দ পতন হয় আচমকাই যখন সে তাঁর মাকে সামনে দেখে ৷
আতঙ্কে লজ্জায় ঘেন্নায় শিউরে উঠেছিল ঋদ্ধির মা ৷ চিৎকার করে তাঁকে জিজ্ঞেস করে, একী করছে সে! এমন কাজ তাঁর জীবন শেষ করে দিতে পারে ৷ শরীর খারাপ হতে পারে এমনকী ভয়ঙ্কর রোগ বাসা বাঁধতে পারে তাঁর শরীরে ৷ মায়ের এমন প্রতিক্রিয়া দেখে ভয়ে কাঁদতে কাঁদতে শুরু করে ঋদ্ধি ৷ বয়ঃসন্ধিতে পৌঁছে যাওয়া বছর ১৪-এর মেয়েটি বারবার মায়ের সামনে ক্ষমা চেয়ে বলে আর কখনও এমন করবে না ৷
advertisement
সেদিন ক্ষণিকের জন্যেই নিজের স্পর্শেই চরম সুখ খুঁজে পেয়েছিল ঋদ্ধি ৷ কিন্তু মায়ের বলা কথাগুলো তাঁকে এতটাই ভয় দেখিয়েছিল যে সেই নিষিদ্ধ সুখ আবার পাওয়ার ইচ্ছে মনে জাগলেও ভয় পেত ৷ হস্তমৈথুন বা স্বমেহন নিয়ে এমনই কিছু ভুল ধারণা নিয়ে বেড়ে উঠি আমরা ৷ ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেম দিবসে আসুন শিখে নিই নিজেকে, নিজের শরীরকে ভালবাসার সঠিক ফর্মুলা ৷
advertisement
advertisement
মিথঃ হস্তমৈথুনের ফলে অনেক শারীরিক ও মানসিক সমস্যা দেখা যায়
এই তথ্য একদমই ভুল ৷ হস্তমৈথুন সম্পূর্ণ স্বাভাবিক একটি জৈবিক চাহিদা ৷ বরং শরীরের চাহিদা মেটাতে হস্তমৈথুনে কোনও ক্ষতি নেই ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2020: ‘হস্তমৈথুনের এই মিথ ভেঙে আমি নিজেই নিজের আদরে ভিজে যাই, তৃপ্তি পাই...’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement