Health Tips: শুকনো বলে খান না এই ফল? অথচ হার্ট থেকে ত্বক, সবকিছুই সুন্দর রাখে এই ফল!

Last Updated:

Health Tips: পেস্তা আসলে বাদাম জাতীয় শুকনো ফল। মধ্য এশিয়ায় ব্যাপক ভাবে পাওয়া যায় এই ফল।

এক ফলেই সুস্থ থাকুন
এক ফলেই সুস্থ থাকুন
কলকাতা: পেস্তার সবুজ রঙেই মন ভুলে যায়। তার হালকা নোনতা স্বাদ পছন্দ করেন না এমন মানুষ প্রায় নেই। মিষ্টির উপর ছড়ানো পেস্তার কুচি বা আইসক্রিমের স্বাদের অনন্যতা পেস্তাকে করেছে জনপ্রিয়।
পেস্তা আসলে বাদাম জাতীয় শুকনো ফল। মধ্য এশিয়ায় ব্যাপক ভাবে পাওয়া যায় এই ফল। পেস্তার খোলস পাকলে পাতলা হয়ে যায়। তখন একদিক এমনিতেই দু’ভাগ হয়ে যায়। এভাবে ভিতর থেকে পেস্তা বের করে নেওয়া সহজ। উপরের বাদামি আস্তরণ সরিয়ে দিলেই ভিতরের সবুজ ফল দেখতে পাওয়া যায়।
পেস্তার অনেক গুণ। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
advertisement
অ্যান্টি-অক্সিডেন্ট—
পেস্তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। তার ফলে এই শুকনো ফল খাদ্য তালিকায় রাখা হলে, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। হৃদরোগের ঝুঁকি কমে।
ফাইবার ও প্রোটিন—
পেস্তায় রয়েছে উচ্চমাত্রায় ফাইবার। শুধু তাই নয়, বাদাম জাতীয় এই ফল প্রোটিনেও ভরপুর। তাই একাধারে প্রোটিন ও ফাইবার পাওয়া যাওয়ার জন্য পেস্তা হয়ে উঠতে পারে আদর্শ খাদ্য। তাতে স্বাস্থ্য রক্ষা করে চলা সহজ হয়ে যেতে পারে।
advertisement
খনিজ উপাদান—
নানা ধরনের খনিজ উপাদানে ভরপুর এই পেস্তা। তার মধ্যে অন্যতম হল ফসফরাস, পটাসিয়াম। শরীরে এই সব উপাদানের ঘাটতি মেটাতে পারে পেস্তা।
শুধু তাই নয়, পেস্তা থাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি-৬।
চোখের স্বাস্থ্য ভাল রাখে পেস্তা—
advertisement
আগেই বলা হয়েছে পেস্তা অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এতে রয়েছে লুটেইন এবং জেক্সানথিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট। এই দুই উপাদান মানব চক্ষুর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে।
শর্করা নিয়ন্ত্রণে রাখে—
পেস্তায় উপস্থিত প্রচুর পরিমাণ ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, পেস্তা প্রোটিনেও ভরপুর, সঙ্গে রয়েছে ভাল ফ্যাট। এসবই শর্করা বৃদ্ধি রোধ করতে পারে।
advertisement
বিপাকক্রিয়ায় সাহায্য করে—
পেস্তায় উচ্চ হারে ফাইবার থাকে। যা বিপাকক্রিয়া উন্নত করতে সাহায্য করে। তার ফলে কোষ্ঠবদ্ধতার সমস্যাও কম হতে পারে।
ক্রনিক রোগ থেকে রক্ষা—
পেস্তায় রয়েছে গামা-টোকোফেরল নামক অ্যান্টি-অক্সিডেন্ট। এটি ক্রনিক রোগ থেকে শরীরকে রক্ষা করতে পারে।
ত্বকের স্বাস্থ্য—
পেস্তায় নানা ধরনের খনিজ পদার্থ, ভিটামিন এবং বিশেষত ভিটামিন ই-এর উপস্থিতি লক্ষ করা যায়। তাই ত্বকের স্বাস্থ্য রক্ষা করতেও পেস্তার জুড়ি মেলা ভার।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: শুকনো বলে খান না এই ফল? অথচ হার্ট থেকে ত্বক, সবকিছুই সুন্দর রাখে এই ফল!
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement