মাধুরীর হাসির দিওয়ানা লক্ষ লক্ষ, এমন সুন্দর হাসি পেতে ক্লিয়ার অ্যালাইনার ব্যবহার জানুন

Last Updated:

দেখতে ভাল হলেই হাসি সুন্দর হবে, এমনটা নয় কিন্তু। বরং সুন্দর হাসির নেপথ্যে রয়েছে দাঁতের গড়ন এবং মুখাবয়ব।

মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত
#কলকাতা: হাসলে পরে মুক্তো ঝরে, চোখের জলে পান্না। এরকম মানুষ খুব কমই আছেন। যাঁরা হাসলে চারদিক হেসে ওঠে। মনে হয়, দেখার মতো দৃশ্য। যেমন মাধুরী দীক্ষিতের হাসি। কিন্তু আমাদের হাসি অমন সুন্দর হয় না কেন? বেড়ানোর ছবি থেকে অনুষ্ঠান বাড়ির ফটো, ক্যান্ডিড হোক কিংবা সেলফি, হাসি দেখলে হাসি বলে যেন মনেই হয় না।
দেখতে ভাল হলেই হাসি সুন্দর হবে, এমনটা নয় কিন্তু। বরং সুন্দর হাসির নেপথ্যে রয়েছে দাঁতের গড়ন এবং মুখাবয়ব। বিশেষ করে দাঁত। সোজা কথায়, সারিবদ্ধ দাঁতেই লুকিয়ে দৃষ্টিনন্দন হাসি। অনেকে মনে করেন, অর্থোডন্টিক চিকিৎসা একমাত্র অল্প বয়সে কিংবা বয়ঃসন্ধিকালেই করা যায়। এটা ভুল ধারণা। হ্যাঁ, সেই সময় চিকিৎসা করানোটা সহজ, কারণ তখনও চোয়ালের হাড়গুলোর বিকাশ হচ্ছে। তবে এই চিকিৎসা সব বয়সেই কার্যকর। কারণ এবং দাঁত এবং হাড় সারাজীবন বাড়ে এবং বদলাতে থাকে।
advertisement
আরও পড়ুন: সঙ্গীর প্রতি ক্রমশ আকর্ষণ হারাচ্ছেন? প্রিয় মানুষটাকে কেন এত অপ্রিয় লাগে ভাবুন
বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তাই যে কোনও বয়সেই অর্থোডন্টিক চিকিৎসা করানো যায়। ইদানীং ধাতব পাত দিয়ে দাঁত সোজা করার বা দাঁতের সারিকে একজায়গায় আনার চিকিৎসা ব্যাপক জনপ্রিয় হয়েছে। তবে অনেকের আবার দাঁত পাত লাগিয়ে ঘোরায় আপত্তি। তাঁদের জন্য ক্লিয়ার অ্যালাইনার সেরা বিকল্প।
advertisement
advertisement
ব্রেসের মতো ক্লিয়ার অ্যালাইনার হল একটি বিশেষ উপাদান দিয়ে তৈরি স্বচ্ছ ট্রে যা দাঁত সোজা করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ধীরে ধীরে দাঁতগুলিকে সঠিক অবস্থানে সরিয়ে আনা হয়। এ জন্য ডিজিটাল স্ক্যানকে ধন্যবাদ জানানো উচিত। অ্যালাইনারের কিছু সুবিধা রয়েছে যা প্রাপ্তবয়স্কদের এবং পেশাদারদের আরও উপকৃত করবে।
আরও পড়ুন: ইনি কি আসল কাঁচা বাদাম-খ্যাত ভুবন বাদ্যকর? জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনে দারুণ রহস্য!
ব্রেসের তুলনায় অ্যালাইনার চিকিৎসা অনেক সহজ এবং ঝঞ্ঝাটমুক্ত: অ্যালাইনারের বন্ধনী স্বচ্ছ প্লাস্টিকের তৈরি। দাঁতে লাগানো থাকলে বোঝাও যাবে না। অথচ নির্বিঘ্নে দাঁতগুলোকে ঢেকে রাখবে। ব্রেস লাগালে বার বার জিভ চলে যায়। ফলে মনটা ওখানেই পড়ে থাকে। অ্যালাইনারে সে সমস্যা নেই। ফলে দৈনন্দিন কাজ নির্বিঘ্নে করা যায়। তাই ব্রেসের চেয়ে অ্যালাইনার ব্যবহারেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন প্রাপ্তবয়স্করা।
advertisement
স্বাস্থ্য উপকারিতা: দাঁতের সারি আঁকাবাঁকা হলে পরিষ্কার করা কঠিন। ফলে প্লাক এবং ব্যাকটেরিয়া জমে। নিঃশ্বাসে দুর্গন্ধ, চিবানোর সমস্যা এবং মাড়ির রোগ হতে পারে। ক্লিয়ার অ্যালাইনার পরিষ্কার করা সহজ। স্বাস্থ্য সমস্যার কোনও ভয় নেই। ব্রেস পরিষ্কার করতে অ্যালাইনারের চেয়ে দ্বিগুণ সময় নেয়। এর চিকিৎসাও ১২ সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাধুরীর হাসির দিওয়ানা লক্ষ লক্ষ, এমন সুন্দর হাসি পেতে ক্লিয়ার অ্যালাইনার ব্যবহার জানুন
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement