তৃতীয় ঢেউ থেকে শিশুকে সুরক্ষিত রাখার জন্য কী করবেন, কী করবেন না!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
হাত ধুতে হবে কুড়ি সেকেন্ড ধরে সাবান জলে। খাওয়ার আগে হাত ধোওয়া বাধ্যতামূলক। এই অভ্যাসটি শিশুকে বাড়ি থেকেই করিয়ে দিতে হবে।
#নয়াদিল্লি: ভ্যাকসিনের আওতায় আসেনি ফলে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি, এমনটা মনে করছেন চিকিৎসক মহলের একটা বড় অংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের সংক্রমণ মৃদু বা তারা উপসর্গহীন কিন্তু অচিরেই এই শিশুরা বিপজ্জনক ক্যারিয়ার বা বাহক হয়ে উঠতে পারে। অর্থাৎ তাদের শরীর থেকে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে বড়দের মধ্যেও। এদিকে বেশ কয়েকটি রাজ্যে স্কুল খোলার তৎপরতা শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে বাবা মায়েদের উচিত একবার কোভিড বিধি খতিয়ে দেখে নেওয়া, আগেভাগে বুঝে নেওয়া দেখা শিশুকে সুরক্ষিত রাখার জন্য কী করব, কী করব না।
বন্ধুদের সঙ্গে এতদিন পর দেখা হচ্ছে স্বাভাবিকভাবেই শিশু উত্তেজিত থাকব। কিন্তু সোশ্যাল ডিসটেন্স মেনে চলার পাঠ আপনার তাকে বাড়িতেই দিতে হবে। বাড়িতেই স্কুলের একটি ডেমো/ নকল ক্লাস বানিয়ে নিতে পারেন, ভাইবোনরা হতে পারে ওর সহপাঠী। এখানে বিধি-নিষেধগুলি মানার অভ্যাস তাকে করিয়ে নিতে হবে।
শিশুকে শেখাতে হবে এই পরিস্থিতিতে কোনও মতেই টিফিন ভাগ করা যাবে না। জলের বোতল বা অন্যান্য খাবারও ভাগ করা যাবে না।
advertisement
advertisement
হাত ধুতে হবে কুড়ি সেকেন্ড ধরে সাবান জলে। খাওয়ার আগে হাত ধোওয়া বাধ্যতামূলক। এই অভ্যাসটি শিশুকে বাড়ি থেকেই করিয়ে দিতে হবে।
মাস্ক পরা একরকম বাধ্যতামূলক। মাস্ক পরে শিশুর যেন কোনোভাবেই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বাধা না পায় তাও দেখতে হবে। সম্প্রতি কিও লাইফ নামক এক সংস্থা অর্গানিক মাস্ক তৈরি করেছে। অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান রয়েছে সেই সঙ্গে মাস্কে। পাশাপাশি এর উপরিতলে রয়েছে একটি শিল্ড যা করোনার মত ভাইরাসকে রুখে দেয়।
advertisement
স্যানিটাইজেশন বিষয়টিতেও করতে হবে তা তাকে আগেভাগে বোঝান। বেঞ্চ, টেবিল ছুঁলেই সে যেন ব্যক্তিগত স্যানিটাইজার ব্যবহার করে হাত ধুয়ে ফেলে।
১৮-র কম বয়সিদের জন্য ভ্যাকসিন বাজারে এলে কোনও রকম দ্বিধা ছাড়াই শিশুদেরও ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2021 11:27 PM IST