ঝটপট রোগা হতে চান? কাল থেকে খান শুধু আলু, আর কিচ্ছু না!

Last Updated:
#কলকাতা: ওজন কমানোর কথা বললেই আলুকে মনে করা হয় সবচেয়ে বড় ভিলেন৷ আলু শুধু যে শরীরে মেদ বাড়ানোর জন্য কুখ্যাত তাই নয়, স্বাস্থ্য ভাল রাখার জন্যও আলুর বিশেষ সুখ্যাতি নেই৷ বেশি আলু খেলে রক্তে শর্করার মাত্রা বাড়া, ওজন বাড়া, এমনকী আরও নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে৷ কিন্তু জানেন কি শুধুমাত্র আলু খেয়েই খুব কম সময়ে কমিয়ে ফেলতে পারেন ওজন?
পটেটো ডায়েট শুনতে অদ্ভুত লাগলেও তারকাদের কাছে বেশ জনপ্রিয়৷ অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যান্ড্রু ফ্লিন্ডারস টেলর টানা এক বছর পটেটো ডায়েটে থেকে ৫০ কেজি ওজন কমিয়েছিলেন৷ আলুর মধ্যে যেহেতু কার্বোহাইড্রেট, ফাইবার, প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল থাকে তাই শুধু পটেটো ডায়েটে থাকলে পুষ্টিগুণের কোনও সমস্যা হয় না৷
advertisement
advertisement
আলুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি৷ সেই সঙ্গেই আলুতে পটাশিয়ামে পরিপূর্ণ৷ আবার রাঙাআলুতে থাকে ভিটামিন এ-র মতো প্রয়োজনীয় উপাদান৷ শুধু আলু খেয়ে থাকলে তা শরীরে ক্যালোরির ঘাটতি ঘটায়৷ যার ফলে ওজন কমে৷ কিন্তু এই কমা ওজন ধরে রাখা সম্ভব নয়৷ কারণ আবার স্বাভাবিক ডায়েটে ফিরে গেলেই ক্যালোরির ঘাটতি মিটবে এবং ওজন বাড়বে৷
advertisement
তবে জলদি ওজন কমাতে ডায়েটিশিয়ানরা আলু ভাজা না খেয়ে ম্যাশড পটেটোছ বা বেকড পটেটোর মতো লো-ক্যালোরি আলুর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝটপট রোগা হতে চান? কাল থেকে খান শুধু আলু, আর কিচ্ছু না!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement